করোনা সঙ্কটে সাহায্য চেয়ে ফোন ১০০ ডায়ালেই, জানাল লালবাজার

Published : Apr 27, 2020, 12:14 PM IST
করোনা সঙ্কটে সাহায্য চেয়ে ফোন ১০০ ডায়ালেই, জানাল লালবাজার

সংক্ষিপ্ত

করোনা পরিস্থিতি বন্ধু হয়ে উঠেছে ফের কলকাতা পুলিশের ১০০ ডায়াল   লালবাজার সূত্রে খবর, আগে অপরাধ মূলক ঘটনায় বেশি ফোন আসত   কিন্তু এখন  করোনা পরিস্থিতিতে জরুরী সামগ্রী, ওষুধ, খাবার চেয়ে ফোন আসছে   শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়েও দিচ্ছে লালবাজার  

করোনা পরিস্থিতি বন্ধু হয়ে উঠেছে ফের কলকাতা পুলিশের ১০০ ডায়াল। লালবাজার সূত্রে খবর, আগে অপরাধ মূলক ঘটনায় বেশি ফোন আসত। কিন্তু এখন আবার করোনা পরিস্থিতিতে জরুরী সামগ্রী, ওষুধ, খাবার চেয়ে ফোন আসছে।

 আরও পড়ুন, করোনা কোপে বন্ধ কলকাতার আরও ১ হাসপাতাল, চিকিৎধীন আক্রান্ত নার্স-স্বাস্থ্যকর্মী

লালবাজার সূত্রের খবর, আগে সারা বছর গার্হস্থ্য অত্যাচার, চুরি, যৌন হেনস্থা-সহ বিভিন্ন ঘটনায় কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন আসত। এখন তার পরিবর্তে করোনা  সঙ্কটে খাবার, ওষুধ, রক্তের প্রয়োজনে প্রতিদিন ওই নম্বরে ফোন বেশি আসছে। সেগুলি শুনে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়েও দিচ্ছে লালবাজার। লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, 'সম্প্রতি লন্ডন থেকে চান্দ্রেয়ী সেনগুপ্ত নামে এক মহিলা ১০০ ডায়ালে ফোনে জানিয়েছিলেন, পাইকপাড়ার বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা একা থাকেন। তাঁদের ওষুধ শেষ হয়ে গিয়েছে। তাই অনুরোধ করেন, যদি কোনও ভাবে ওষুধ পৌঁছে দেওয়া যায়। আমরা সেই ব্যবস্থা করেছি।' 

আরও পড়ুন, লকডাউনের জের, উচ্চ মাধ্যমিকের স্থগিত হওয়া বাকি পরীক্ষা ও খাতা দেখা শুরু হবে জুনে


অপরদিকে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিংহ সরকার বলেন, 'লকডাউন ঘোষণার পর থেকে খাদ্য, ওষুধ, রক্তের প্রয়োজনে মানুষ বেশি করে ১০০ ডায়ালে ফোন করছেন। আমরা প্রতিটি ফোন গুরুত্ব দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।'
 

 

চিন থেকে সোজা কলকাতা বিমানবন্দরে, ১০ টন করোনা-চিকিৎসার সামগ্রী নিয়ে শহরে নামল উড়ান

স্ক্রিন ছুঁয়েই প্রিয় জনের অনুভূতি, করোনা রুখতে শহরের হাসপাতালে চালু 'ভারচুয়াল ভিজিটিং আওয়ার্স'

বাবুলের কথা এবার চিকিৎসক সংগঠনের মুখে,করোনায় মৃত্যু স্বাস্থ্য়কর্তার -স্বীকার করুক রাজ্য

১৮ থেকে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে ২০, করোনায় আক্রান্ত ৪৬১

 এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার

 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের