পশ্মিমী ঝঞ্ঝা ও নিম্নচাপে আটকে শীত, রাজ্যে ৪৮ ঘণ্টা পর নামবে পারদ

  • আজও স্বাভাবিকের থেকে বেশি রইল তাপমাত্রা
  •  চলতি সপ্তাহে সামান্য হলেও বাড়তে পারে তাপমাত্রা
  •  কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে একই  থাকবে পারদ
  • সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ পাওয়া যাবে

Asianet News Bangla | Published : Dec 11, 2019 1:21 PM IST / Updated: Dec 11 2019, 07:29 PM IST

আজও স্বাভাবিকের থেকে বেশি রইল তাপমাত্রা । চলতি সপ্তাহে সামান্য হলেও বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে একই জায়গায় থাকবে পারদ। সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ পাওয়া যাবে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে। তবে শুক্র-শনিবার সিকিম ও সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।

জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা এবং আরব সাগরে নিম্নচাপ। এই দুইয়ের জেরে আটকে উত্তুরে হাওয়া। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টা পর নামবে পারদ। উত্তরবঙ্গে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। দুদিন পরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের শীতের অনুকূল পরিবেশ তৈরি হবে। ডিসেম্বরের মাঝামাঝি শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত।

Share this article
click me!