আখের লোভ দেখিয়ে ২টি শিশুর ওপর পাশবিক অত্যাচার, কাঠগড়ায় প্রৌঢ় প্রতিবেশী

Published : Mar 02, 2020, 09:40 AM ISTUpdated : Mar 02, 2020, 09:41 AM IST
আখের লোভ দেখিয়ে ২টি শিশুর ওপর পাশবিক অত্যাচার, কাঠগড়ায়  প্রৌঢ় প্রতিবেশী

সংক্ষিপ্ত

  ফের রাজ্যে শিশুদের উপর শারীরিক নির্যাতন হরিদেবপুর থানা এলাকায় শ্লীলতহানি ২টি শিশুর খেলছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২ ছাত্রী আখ খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের ডেকে নিয়ে যায় অভিযুক্ত

ফের শহরে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ। এবারের ঘটনা বেহালার হরিদেবপুরে। ঘটনার অভিযোগের তির পঞ্চাশ বছর বয়সী এক প্রৌঢ়ের দিকে।

আরও পড়ুন: নাম বদলাচ্ছে 'মাদার ডেয়ারি', মিশে যাচ্ছে 'বাংলার ডেয়ারি'-র সঙ্গে

হরিদেবপুর থানার জোকা খালপাড় এলাকায় রবিবার সন্ধ্যায় এই পাশবিক ঘটনা ঘটে। এলাকায় খেলছিল দুটি শিশু। একজন পড়ে প্রথম শ্রেণিতে, আর অপরজন দ্বিতীয়শ্রেণির ছাত্রী। আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের ডেকে নিয়ে যায় প্রতিবেশী অমল মজুমদার। বছর পঞ্চাশের প্রৌঢ় অমল মজুমজার এলাকায় আখের রস বিক্রি করত। 

আরও পড়ুন: শীতের পর বসন্তেও জারি আবহাওয়ার খামখেয়ালিপনা, কলকাতা সহ রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা

রবিবার শিশুদুটি বাড়ি ফিরে কানতে শুরু করে। তাঁদের শরীরের নানা জায়গায় আঁচড়ের দাগ দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। মায়েদের কাছে পুরো বিষয়টি জানায় শিশুদুটি। 

রাতেই অমল মজুমদারের বাড়ি চড়াও হয় শিশুদুটির পরিজনরা। শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের ঘটনায় হরিদেবপুর থানা অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। 


 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর