'আন্দোলন করে দাম কমবে না', PAC-Petrol কাউকেই ছাড়লেন না দিলীপ


'বিজেপি আন্দোলনে নেমেছে দেখেই তৃণমূলও আন্দোলনে নামছে, আন্দোলন করে দাম কমবে না', বার্তা দিলীপের। কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণের পর বাবুল ইস্যু থেকে ভুয়ো ভ্য়াকসিন মামলা সহ PAC-র চেয়ার ম্যান নিয়েও মুখ খুললেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।

Ritam Talukder | Published : Jul 10, 2021 6:12 AM IST / Updated: Jul 10 2021, 01:24 PM IST


'বিজেপি আন্দোলনে নেমেছে, তাই দেখেই তৃণমূলও আন্দোলনে নামছে',শনিবার সকালে প্রাতঃভ্রমণে এসে পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ।   কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণের পর বাবুল ইস্যু থেকে ভুয়ো ভ্য়াকসিন মামলা সহ PAC-র চেয়ার ম্যান নিয়েও মুখ খুললেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।

 

 

আরও পড়ুন, বাংলার ৭ IPS-কে দিল্লিতে তলব ED-র, কয়লাকাণ্ডে ফের মোড় নেবে কি রাজ্য-কেন্দ্র সংঘাত

 

 

'আন্দোলন করে তেলের দাম কমবে না'
 
পেট্রোপন্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি আন্দোলনে নেমেছে, তাই দেখেই তৃণমূলও আন্দোলনে নামছে। আন্দোলন করে দাম কমবে না। আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে যখন স্টেবল হবে তখন কমবে। দাম কমা কোম্পানিগুলো ঠিক করবে। রাজ্যে ভ্যাক্সিন কেলেঙ্কারি, হিংসা চলছে তা নিয়ে মানুষ সরকারের বক্তব্য  জানতে চায়। সরকার দাম করাতে পারে না। রেগুলারিটি কমিটি আছে তারাই সিদ্ধান্ত নেন। রাজ্য ৪০ টাকার বেশী নিচ্ছে কেন্দ্র, সেখানে ২০ টাকা নিচ্ছে রাজ্য সেস কমিয়ে দিক। 

আরও পড়ুন, রাজ্যসভার সাংসদ করতেই কি সৌরভের বাড়িতে মমতা, দিলীপের বার্তার পর সত্য়িটা নিজেই জানালেন 'মহারাজ'

 

 

'পার্টির গায়ে অন্য গাছের ছাল'

তিনি আরও বলেছেন, 'পার্টির গায়ে অন্য গাছের ছাল। বিষয়টা সবাই জানে। এক গাছের ছাল সবসময় অন্য গাছে লাগে না। আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম লাগেনি। আমরা আমাদের কাজ করছি। যারা দলে এসেছেন তারা পার্টির আইডিওলজি জেনেই আসছেন। পার্টির স্বার্থর থেকে যখন ব্যাক্তিগত স্বার্থ বড় হয় তখন সমস্যা তৈরি হয়।আমাদের মনোবলে পার্টি বেড়েছে। তাই তারা এসেছিলেন। আমাদের কর্মীদের মনোবল ভাঙেনি। রাজনৈতিক হিংসার কারণে অনেক কার্যকর্তা বসে গিয়েছিলেন। পার্টি যাদের উপর ভর করে এগেছিল তারা আছে সেভাবেই পার্টি এগোবে।'

আরও পড়ুন, PAC-র চেয়ারম্যান হলেন মুকুল রায়, নাম ঘোষণা হতেই বিক্ষোভ BJP-র 

 


' যাদের বুঝতে অসুবিধা হচ্ছে -তাদের কিছু গন্ডগোল আছে', বাবুল ইস্যুতে বিস্ফোরক দিলীপ

 বাবুল সুপ্রিয়-র ফেসবুক পোস্ট প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'আমি পার্টির পক্ষ থেকে সব পরিষ্কার করে বলে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের সমস্যা হচ্ছে, তাদের কিছু গন্ডগোল আছে।' পাবলিক অ্যাকাউন্ট কমিটি নিয়ে তিনি বলেছেন, 'সরকার সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। যাতে সামান্যতম প্রশ্ন কেউ তুলতে না পারে তার ব্যবস্থা করতে চাইছে। সরকার ও বিরোধী দুটি রোলই প্লে করতে চাইছেন।  সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তারজন্য এই ব্যবস্থা। বিরোধীরা যে নাম পাঠাত এতদিন সেখান থেকেই করা হত। আমরা যে নাম পাঠিয়েছি তার থেকে করা হয়নি। সরকার আমাদের সহযোগিতা চাইনা। তাই বিরোধীর ভুমিকা আমরা ভাল করে পালন করব।'

আরও পড়ুন, কড়া নজরে রাজীব-সব্যসাচী, দল বিরোধি বক্তব্যের জেরে 'বহিষ্কার' করবে কি BJP

 

 

 পুলিশ কর্তার কন্যা নিগৃহীত ইস্য়ুতে কাদের কাঠগড়ায় দাড় করালেন দিলীপ

 পুলিশ কর্তার কন্যা নিগৃহীত ইস্য়ুতে শাসক দলকে তীব্র আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন, 'পুলিশ ঠুঁটো জগন্নাথ। দক্ষ পুলিশ কর্মীদের গ্যারেজ করা হয়। পুলিশ চাকরি করে তাদেরও কিছু করার নেই। কোচবিহারের প্রাক্তন এসপিকে সত্যি রিপোর্ট দেওযায় কেমন করে রগরানো হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছেন। পার্টির লোকেরা যা বলে দেয় পুলিশ তাই করবে। কোর্ট সরকারকে সময় দিতে চায়, তাই ভ্যাক্সিন মামলায় পুলিশের তদন্তে সায় দিয়েছেন। তবে খুব তাড়াতাড়ি সরকারের সমস্ত সিস্টেম ফেলিওর করবে।'

 

Share this article
click me!