সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, ভিজবে কলকাতাও

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

কিছুতেই যেন পিছু ছাড়ছে না বৃষ্টি (Rain)। প্রায় প্রতি সপ্তাহেই বৃষ্টি (Rain Forecast) লেগেই রয়েছে। কয়েক দিনের জন্য কমছে, তারপর আবার দেখা যাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আবারও বঙ্গে বৃষ্টি (Rain in Bengal) হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয়। আর এই দুইয়ের জোড়া ঠেলায় রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করবে। তার জেরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। 

বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কিছু পরিবর্তন আসতে চলেছে। ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা (Night Temperature)। এখন সকালের দিকে ও রাতের দিকে যে ঠান্ডা অনুভূত হয় তা ধীরে ধীরে অনেকটাই কমে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর ঠান্ডা কোনওভাবেই থাকবে না। এরপর রাতের দিকেও শীতের আমেজ অনেকটাই কমে যাবে। তারপরই শুরু হয়ে যাব প্যাচপ্যাচে গরম।

Latest Videos

আরও পড়ুন- বৃষ্টির চোখ রাঙানি আর নেই, ধীরে ধীরে রাজ্যে বাড়বে রাতের তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর বেশ কয়েকদিন ধরেই রাজ্যে শীতের আমেজ রয়েছে। কিন্তু, আমেজ আর বেশি দিন থাকবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ (Kolkata Weather) তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে, রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। 

আরও পড়ুন- কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুট, শেষকৃত্যে চোখের জলে বিদায় কিংবদন্তিকে

সপ্তাহান্তে আর নীল আকাশের দেখা পাওয়া যাবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে মেঘ ঢুকতে পারে। সেই সঙ্গে রবিবার ও সোমবার রাজ্যে ফের বৃষ্টি হতে পারে। তবে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। যদিও প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অবশ্য সব জেলাতে একসঙ্গে বৃষ্টি না হয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকা থেকে বাদ যাবে না কলকাতাও। 

আরও পড়ুন, 'দু'বছর বয়স থেকে শিলিগুড়ির মাসির বাড়িতে যাতায়াত', এখানেই শেষ লাইভ শো বাপ্পি লাহিড়ির

পশ্চিমী ঝঞ্ঝার জেরে একাধিকবার বৃষ্টি
এখন ফেব্রুয়ারির অর্ধেক মাস কেটেই গিয়েছে। বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিং করছে শীত। এবারের মরশুমে তেমনভাবে জমাটি ঠান্ডা পায়নি বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বৃষ্টির মুখে পড়েছে বাংলা। আর তাতে প্রত্যেকবার ব্যাঘাত ঘটেছে শীতে। কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও তা বেশিদিন স্থায়ী হয়নি। আবার বৃষ্টি এসে কমিয়ে দিয়েছে শীতের অনুভূতি। এমন ঘটনা এই মরশুমে একাধিকবার হয়েছে। আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু। যার প্রভাব পড়ছে চাষে। অকাল বৃষ্টির জেরে পচে গিয়েছে বহু সবজি। আর তার প্রভাব পড়ছে বাজার দরের উপর। এরপর সবজির দাম আগুন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, এবারের শীতে উত্তরের পাহাড়ি জেলা দার্জিলিঙে ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে। সান্দাকফুতেও ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে, আর তার জন্য পর্যটকদের ভিড় করতে দেখা গিয়েছে পাহাড়ে।

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari