রাণু মণ্ডল এখন রাতারাতি যেন সেলিব্রিটি। কয়েকদিন আগেও রানাঘাটের রেল স্টেশনে দিন কাটত যাঁর, তাঁর সঙ্গেই এখন সেলফি তোলার ভিড়, সংবাদমাধ্যমের হুড়োহুড়ি। জীবন কত দ্রুত বদলে যেতে পারে, নদিয়ার রানু মণ্ডলই তার জলজ্ব্যান্ত উদাহরণ হয়ে থাকলেন।
শুক্রবার সকালে মুম্বই থেকে কলকাতায় ফেরেন রাণু। মুম্বইয়ের সুরকার হিমেশ রেশমিয়ার একটি গানের রেকর্ডিংয়ে গিয়েছিলেন রাণুদেবী। সেখান থেকে ফেরার সময় বিমানবন্দরের বাইরে আসতেই রাণু মণ্ডলকে দেখেই চিনতে পারেন অন্যান্য যাত্রীরা। অনেকেই এগিয়ে এসে তাঁর সঙ্গে সেলফিও তোলেন। রাণুদেবীর জন্য আগে থেকেই অপেক্ষা করছিল গাড়ি। তাতে বসিয়ে দ্রুত তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন - এমন গান গেয়েই ভাইরাল রানাঘাটের রানু, বাড়িতে জমছে ভিড়, দেখুন ভিডিও
আরও পড়ুন- স্টেশন চত্বর থেকে বলিউড! রাণু-র জীবনে নতুন অধ্যায়, গান গাওয়ালেন হিমেশ রেশমিয়া
কয়েকদিন আগে কলকাতার একটি নামী পুজোর থিম সং গেয়েছিলেন রাণু মণ্ডল। এর পরেই মুম্বই থেকে হিমেশ রেশমিয়ার একটি নতুন গানের রেকর্ডিংয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। মুম্বইতে গিয়ে হিমেশ রেশমিয়ার 'তেরি মেরি কহানি' গানটি রেকর্ড করেছেন রাণুদেবী। বিমানবন্দর ছাড়ার আগে সেই গানও কিছুটা গেয়ে শোনান তিনি। বদলে যাওয়া জীবন যে তিনি পুরোদমে উপভোগ করছেন, তাও জানাতে ভোলেননি রাণুদেবী।