রোজভ্যালি কাণ্ড, সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা! শুক্রবার পালা প্রসেনজিৎ-এর

Published : Jul 18, 2019, 03:18 PM ISTUpdated : Jul 18, 2019, 03:34 PM IST
রোজভ্যালি কাণ্ড, সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা! শুক্রবার পালা প্রসেনজিৎ-এর

সংক্ষিপ্ত

রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্ত আগামিকাল হাজির দেবেন প্রসেনজিৎ সাত কোটি টাকার লেনদেন রেকর্ড করা হতে পারে বয়ান

রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন টলিউডি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন বেলা বারোটার সময় তাঁকে ডেকেছিল ইডি। নির্দিষ্ট সময়েই পৌঁছান নায়িকা। রোজভ্য়ালি কাণ্ডে পর পর টলিউড তারকাদের ডাক পড়েছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও দিন কয়েক আগে নোটিশ পাঠানো হয়েছিল। 

সূত্রের খবর, রোজভ্যালির সঙ্গে তাঁর সংস্থার সাত কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল। এই লেনদেনই এখন প্রশ্নের মুখে। এই বিষয় নিয়েই তাঁকে প্রশ্ন করবে ইডি, এরকমই জল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ এবার সব্যসাচীকেই আইনি নোটিস, ক্ষমা চাওয়ার জন্য বিধাননগরের মেয়রকে তিন দিন সময়

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানিয়েছে, রোজভ্যালি কাণ্ডে তদন্ত চলাকালীন গৌতম কুন্ডুর মুখেই প্রথম ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছিল। তারপর আরও কয়েকজনের বয়ানেও, ঋতুপর্ণা সংক্রান্ত বেশ কিছু তথ্য আসে ইডির হাতে। যা তদন্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্যই অভিনেত্রীকে তলব করা হয়েছে। এই বিষয় এখনও ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ খোলেননি। 

শুক্রবারই আবার সিজিও কমপ্লেক্স-এ হাজিরা দেওয়ার কথা বাংলা চলচ্চিত্রের আরেক তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। টলিউডি তারকাদের বয়ান সংগ্রহের পর তদন্তের জল কোনদিকে গড়ায়, এখন সেদিকেই চোখ রয়েছে সংশ্লিষ্ট মহলের।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের