বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল বিদ্যুৎ দপ্তর, নয়া বেতনক্রমের আওতায় অবসরপ্রাপ্তরাও

  •  শনিবার বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল বিদ্যুৎমন্ত্রী 
  • ২১ হাজার কর্মচারী বেতন বৃদ্ধির আওতায় আসবেন 
  • নয়া বেতনক্রমের আওতায় থাকবেন অবসরপ্রাপ্তরাও 
  • অতিরিক্ত বেতন বাবদ বছরে খরচ, ৪৫০ কোটি টাকা  

 আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল বিদ্যুৎ দপ্তর। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। (ডব্লুবিএসই) ডিসিএল, টিসিএল, ডব্লুবিপিডিসিএল ও ডিপিএল-এর সমস্ত কর্মচারীদেরকে বেতন বৃদ্ধির আওতায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন, সকালে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা, রাতের দিকে পরিবর্তন হবে আবহাওয়ার

Latest Videos


সূত্রের খবর, শনিবার সল্টলেকে বিদ্যুৎ উন্নয়ন ভবনে আনুষ্ঠানিকভাবে  বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । বেতন বৃদ্ধির কথা জানিয়ে মন্ত্রী বলেন,'রাজ্যের সঙ্গে আনুপাতিক হারে বেতন বাড়ানো হয়েছে। এর ফলে কর্মচারীরা উপকৃত হবেন।' এর পাশাপাশি বিদ্যুৎমন্ত্রী আরও বলেছেন , 'বেতন বৃদ্ধির পর কর্মচারীরা উৎসাহ পাবেন। আমাদের দপ্তর পরিষেবামূলক কাজে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে। যাতে দ্রুততার সঙ্গে উন্নতমানের বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় আরও বেশি মানুষের কাছে।' এছাড়াও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী। সেটি হল কৃষিক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার। তিনি জানিয়েছেন, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পিক আওয়ার বাদ দিয়ে চাষের জন্য জল তোলার ক্ষেত্রে অনেক কম টাকা ধার্য করে বিদ্যুৎ দপ্তর।

আরও পড়ুন, বউবাজার বাঁচাতে সতর্ক মেট্রোরেল কর্তৃপক্ষ, নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি


বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বেতন বাবদ বছরে প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হবে। দপ্তরের তিনটি কর্পোরেশন মিলিয়ে ২১ হাজার কর্মচারী বেতন বৃদ্ধির আওতায় আসবেন। নয়া বেতনক্রমের আওতায় থাকবেন অবসরপ্রাপ্তরাও। অস্থায়ী কর্মচারীরা এর আওতায় আসছেন না। শ্রম দপ্তরের গাইডলাইন মেনে তাঁদের বৃদ্ধির বিষয়টি ঠিক হবে। এর পাশাপাশি বিদ্যুৎ অনুদান বাবদ চতুর্থ শ্রেণির জন্য ৮০০, তৃতীয় শ্রেণির জন্য ১০০০ ও দ্বিতীয় ও প্রথম শ্রেণির আধিকারিকদের জন্য ১৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। চিকিৎসা অনুদান নির্দিষ্ট হয়েছে গড়ে ৫০০ টাকা করে। রাজ্যে বিদ্যুতের দাম সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন,'দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম কম। মুখ্যমন্ত্রী মানুষের উপর চাপ বাড়াতে নিষেধ করে দাম বৃদ্ধি করতে বারণ করেছেন। তার জন্য রাজ্য সরকার বিপুল টাকার ভরতুকি দিচ্ছে।' 

আরও পড়ুন, সারোগেসির নামে প্রতারণা, ৬ লক্ষ টাকা খোয়ালেন দম্পতি

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার