শুক্রবার থেকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, ভারি বর্ষণে ভাসবে এই পাঁচ জেলা

তাপমাত্রা বাড়বে বৃষ্টি কমলে। ফলে ঘামজনিত অস্বস্তি ও গরম কমছে না এখনই।

Parna Sengupta | Published : Aug 19, 2021 3:09 PM IST

শুক্রবার কলকাতায়(Kolkata) বিক্ষিপ্ত বৃষ্টির (Scattered rains) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather office)। আগামী ৪৮ ঘন্টা এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী দুদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে। উত্তরের ৫জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ২১তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও ২৩ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। তবে তাপমাত্রা বাড়বে বৃষ্টি কমলে। ফলে ঘামজনিত অস্বস্তি ও গরম কমছে না এখনই।  

Share this article
click me!