মারাদোনার প্রয়াণে শোকপ্রকাশ শমীক লাহিড়ীর, জানালেন দিয়েগোর সম্পর্কে কিছু কথা

Published : Nov 26, 2020, 12:44 AM ISTUpdated : Nov 26, 2020, 12:55 AM IST
মারাদোনার প্রয়াণে শোকপ্রকাশ শমীক লাহিড়ীর, জানালেন দিয়েগোর সম্পর্কে কিছু কথা

সংক্ষিপ্ত

মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ ক্রিড়া জগৎ গভীর শোকপ্রকাশ শমীক লাহিড়ীর জানালেন মারাদোনা সম্পর্কে কিছু কথা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মারাদোনা

মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ। গভীর শোকপ্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। ফুটবলের রাজপুত্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন সিপিএম নেতা শমীক লাহিড়ী। তিনিও কিছু সময় কাটিয়েছেন মারাদোনার সঙ্গে। প্রতিক্রিয়ায় জাানালেন মারাদোনা সম্পর্কে কিছু কথা।

আরও পড়ুন-প্রয়াত ফুটবলের রাজপুত্র, স্মৃতি চারনায় আবেগে ভাসলেন দমকলমন্ত্রী সুজিত বসু

শমীর লাহিড়ী বলেন, ''আমরা একসময় ফুটবলের প্রচার ও বিস্তার নিয়ে কিছু পদক্ষেপ করেছিলাম। সে জন্য কিছু আন্তর্জাতিকমানের খেলোয়াড়াদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। সেই মতো অনেক চেষ্টার পর আমরা যোগাযোগ করেছিলাম দিয়েগো মারাদোনার সঙ্গে। মাত্র পাঁচ মিনিট সাক্ষাতের সময় দিয়েছিলেন তিনি। আমরা আর্জেন্তিনা পৌঁছতে আমাদের আনতে এসেছিলেন উনার জামাই। আমাদের সে সময় অনুভূতি খুব ভাল ছিল''।

আরও পড়ুন-এবার প্রশান্ত কিশোরের নামে 'বহিরাগত' পোস্টার, পোস্টারের নীচে 'আমরা দাদার অনুগামী

তিনি আরও বলেন, ''আমরা যখন উনার কাছে পৌঁছলাম, উনি আমাদের দেখে অভিভূত হলেন। আমাদের জড়িয়ে ধরলেন তিনি। পাঁচ মিনিটের সাক্ষাৎ গড়াল চল্লিশ মিনিটে। কলকাতার মহেশতলায় এসেছিলেন। সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখানে খোলামেলা সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি। সেই সব স্মৃতি আজও ভেসে আসে''।
    
 

PREV
click me!

Recommended Stories

Today live News: India vs South Africa 3rd T20 - ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা