সংক্ষিপ্ত
- মারাদোনার প্রয়াণে গভীর শোকপ্রকাশ
- শোকপ্রকাশ করলেন সুজিত বসু
- শেষ কলকাতায় এসেছিলেন ত্রীভূমিতে
- স্মতি চারনায় ভাসলেন দমকলমন্ত্রী
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। কিংবদন্তী ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ খেলার জগৎ। শোকপ্রকাশ করলেন কলকাতার ফুটবল প্রেমীরা। শেষবার কলকাতায় এসেছিলেন ত্রীভূমি ক্লাবে। সেই স্মৃতি চারনায় ভাসলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন-মারাদোনার মৃত্যুতে শোকস্তব্ধ সৌরভ, আবেগঘন বার্তায় কী জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট
ফুটবলের রাজপুত্রের প্রয়াণে তিনি বলেন, ''খবরটা পেয়ে আমি শোকাহত। শেষবার যখন কলকাতা এসেছিলেন। তখন নিজের মূর্তি নিজে উদ্বোধন করেছিলেন আমাদের ত্রিভূমী স্পোর্টিং ক্লাবে। নিজের মূর্তি উন্মোচনের সময় আমি তাঁর চোখে মুখে দেখেছিলাম উচ্ছ্বাস আর আবেগ। আমাদের ক্লাবের সামাজিক কল্যাণ কাজের বিষয়ে জিগেস করেছিলেন। সেই সময় তিনি তাঁর বান্ধবীকে নিয়ে কলকাতায় আসেন''।
আরও পড়ুন-মমতাকে সায়ন্তনের 'হিটলার' মন্তব্য, বিজেপি নেতার তীব্র সমালোচনার সৌগত রায়
তিনি আরও বলেন, ''ত্রিভূমী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মারাদোনার নামে একটি অ্যাম্বুল্যানেসের উদ্বোধন করেছিলাম আমরা। আমার মনে আছে, আমি অনেকটা সময় মারাদোনার সঙ্গে কাটিয়ে ছিলাম। সৌরভ বনাম মারাদোনার খেলার শেষে তিনি আমাকে জড়িয়ে ধরে ছিলেন সেই স্মৃতি আমি কোনও দিন ভুলব না''।