রাজ্যপালের নামে থানায় অভিযোগ দায়ের,এই দলের মুখেও 'তৃণমূলের কথা'

  • এবার রাজ্য়পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  • অভিযোগ দায়ের করল পশ্চিমবঙ্গ শিবসেনা
  •  বিধাননগর পূর্ব থানায় ধনকর-এর নামে অভিযোগ
  • কী বলা হয়েছে শিবসেনার সেই অভিযোগনামায়

এবার খোদ রাজ্য়পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করল শিবসেনা। বিধাননগর পূর্ব থানায় রাজ্যপাল জগদীপ ধনকর-এর নামে অভিযোগ দায়ের করলেন শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। তাঁর অভিযোগ, গত ছয় থেকে সাত মাস ধরে রাজ্যপাল নিজের কাজ না করে কেবল ট্যুইট করে যাচ্ছেন। রাজ্য়ে সরকারের বিরুদ্ধে রাজ্য়পালের এহেন কাজ আগে কোনওদিনও হয়নি। 

ভোটে লড়তে কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে কাটমানি খাবেন মমতা,'দিদিকে হুল বাবুলের'

Latest Videos

শিবসেনার অভিযোগ, রাজ্য় সরকারের মাথা হয়ে রাজ্য়পাল রাজ্য় সরকারের বিরুদ্ধে বলে চলেছেন এটা মেনে নেওয়া যায় না। উনি পশ্চিমবঙ্গ অশান্ত করার চেষ্টা  করছেন।  উনি বিজেপির ক্যাডার হয়েছেন। এই বলেই থেমে থাকেননি শিবসেনার সাধারণ সম্পাদক। 

রাজ্য় সরকারি কর্মীদের জন্য় সুখবর,১৬ ডিসেম্বরের মধ্য়ে দিতে হবে বকেয়া ডিএ

তাঁর আরও অভিযোগ, বিজেপি থেকে এখন একটা পোস্ট পেয়ে এই  ধরনের কাণ্ড ঘটাচ্ছেন ধনখড়। পাশাপাশি রাজভবনকে বিজেপির অফিস বানিয়ে ফেলেছেন তিনি। আমরা দেখা করতে চাইলে সময় দিচ্ছেন না। অথচ বিজেপির প্রতিনিধি দল দেখা করতে গেলে যখন তখন সময় দিচ্ছেন। বিজেপির প্রতিনিধিদল দেখা করতে গেলে যখন তখন সময় দিচ্ছেন, আমরা দেখা করতে চাইলেই বলছেন করোনা আবহাওয়া। আমরা আর ওনার সঙ্গে দেখা করতে চাই না। এগুলোকে মেনে নেওয়া যায় না। যাতে বিজেপির সুবিধা হয় সেই সমস্ত কাজকর্ম উনি করে যাচ্ছেন।

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar