'ভয়ঙ্কর পরিসংখ্যান', SSC -কাণ্ডে শুনানিতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সুরে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর

স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর দেওয়া বেআইনি চাকরি প্রার্থীর রিপোর্ট দেখে এবার রীতিমত আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার বিশ্বজিৎ বসু বলেন,'ভয়ঙ্কর পরিসংখ্যন'

স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর দেওয়া বেআইনি চাকরি প্রার্থীর রিপোর্ট দেখে এবার রীতিমত আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার বিশ্বজিৎ বসু বলেন,'ভয়ঙ্কর পরিসংখ্যন'। তিনি আরও বলেছেন, 'এটা হিমশৈলের চূড়া মাত্র। গোটা হিমশৈল আছে জলের তলায়। যা একের পর এক উঠে আসছে। সেটা ভয়ঙ্কর পরিসংখ্যন ছাড়া আর কিছুই নয়।' 


এদিন এসএসসি মামলার শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসুও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুরেই কথা বলেন। পাশাপাশি দুর্নীতির ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদেও কড়া ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, 'এই শিক্ষকরা সমাজ গড়বেন? ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করবেন একা কেমন শিক্ষক?' তিনি আরও বলেন, 'আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিৎ। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে আগে তার ব্যবস্থা করা উচিৎ।' তিনি গোটা প্যালেন খারিজ করে দেওয়ারও কথা বলেন। সেইসঙ্গেই তিনি বেআইনি নিয়োগ পাওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদে উদ্দেশ্যে বলেন, 'দুর্নীতিবাজদের ফল ভোদ করতে হবে।'তারপরই তিনি তাঁর সহকর্মী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা বলেন, তিনি বলেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও তাতে শামিল হচ্ছি।'

Latest Videos

সিবিআই হাইকোর্টে যে রিপোর্ট দাখিল করেছে তাতে বলা হয়েছে, নবম - দশমে ৯৫২ জন, একাদশ - দ্বাদশে ৯০৭ জন গ্রুপ-সি ৩,৪৮১ জন, গ্রুপ - ডি ২৮২৩ জন ওএমআর অর্থাৎ মার্কশিটে জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছে। অর্থাৎ সিবিআই-এর অভিযোগ নিয়ম ভেঙে চাকরি দেওয়া হয়েছে ৮.১৬৩ জনকে। 

বুধবার এই স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'যারা বেআইনি নিয়োগ পেয়েছেন, তাঁদের কাছে আদালতের আবেদন তারা আগামী ৭ নভেম্বরের মধ্যে পদত্যাগ করেন। যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন বা দুর্নীতির করে চাকরি পেয়েছেন তাঁরা নিজেরাই সব জানেন। হয় টাকা দিয়েছেন নয় অন্য কিছু করে চাকরি পেয়েছেন।' এখানেই শেষ নয়, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নিজেরা যদি ইস্তফা না দেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন তাঁরা অন্য চাকরির জন্যও আগামী দিনে আবেদন করতে পারবেন না। 

SSC Scam: চাকরিপ্রার্থীদের নম্বরে কারচুপির মাস্টারমাইন্ড সুবীরেশ, আদালতে পেশ করে দাবি CBI-এর

'যারা দুর্নীতি করেছেন স্বেচ্ছায় চাকরি ছাড়ুন, নইলে কঠোর পদক্ষেপ', SSC মামলায় হুঁশিয়ারি আদালতের

গর্ভপাত করাতে পারবেন বিবাহিত-অবিবাহিত সব মহিলাই, নিরাপদ গর্ভপাত দিবসে বড় রায় সুপ্রিম কোর্টের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury