'মুখ থুবড়ে পড়েছে গণতন্ত্র', নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

রবিবার বিকেলে রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে দেখা করতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হিংসা ও অরাজকতার খবরে ও প্রশাসনের নির্লিপ্ততায় তিনি উদ্বিগ্ন। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

পুরভোটে (West Bengal Municipal Elections 2022) বেলাগাম হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে হিংসা ঘটনা সামনে এসেছে। বিজেপি (BJP), সিপিএম, কংগ্রেস একযোগে আঙুল তুলেছে তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আর এই সন্ত্রাসের (Violence) অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি সব পুরসভার ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবিও জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে। আর এবার পুরভোটের অশান্তির জেরে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor)। রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) সৌরভ দাসকে সোমবার সকাল ১০টায় রাজভবনে তলব করা হয়েছে। রাজ্যপালের তরফে টুইট করে একাথা জানানো হয়েছে।

রবিবার বিকেলে রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে দেখা করতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হিংসা ও অরাজকতার খবরে ও প্রশাসনের নির্লিপ্ততায় তিনি উদ্বিগ্ন। শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Latest Videos

 

আরও পড়ুুন- ভোট-সন্ত্রাসের অভিযোগে সোমবার বাংলা বনধের ডাক বিজেপির, সব বুথে পুনর্নির্বাচনের আর্জি

১০৮টি পুরসভায় রবিবার ভোট হয়েছে। এই নির্বাচন ঘিরে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ থেকে শাসক কিংবা বিরোধী প্রার্থী এমনকী পুলিশকেও মারধরের অভিযোগ উঠেছে। মহিলা প্রার্থীর গায়ে হাত তোলার পাশাপাশি ধর্ষণের হুমকির অভিযোগও উঠেছে। এছাড়া তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে গেরুয়া শিবির। জানানো হয়েছে, বিজেপির পোলিং এজেন্টকে বিভিন্ন জায়গায় মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর জখম। এমনকী, বেশ কিছু জায়গায় বিনা দোষে বিজেপি প্রার্থীদের আটক করেছে পুলিশ। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ অনেকের উপর হামলা হয়েছে। পাশাপাশি ছাপ্পা ভোট, বুথ দখল-সহ শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি। তবে শুধুমাত্র বিজেপি নয় এই অভিযোগের সুর শোনা গিয়েছে কংগ্রেস ও বামেদের গলাতেও। 

আরও পড়ুন- 'সবাই দু-তিনবার করে ভোট দিচ্ছে', বনগাঁয় বুথের বাইরে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী

আর বিকেল ৫টায় ভোটপর্ব শেষ হওয়ার পরই টুইট করেন রাজ্যপাল। রাজ্যপাল টুইটারে লেখেন, '২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে।' এই সব অভিযোগ নিয়েই সৌরভ দাসের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন- 'পুলিশের সামনেই বহিরাগতরা ভোটকেন্দ্রের গেট আটকে রেখেছে', অভিযোগ বাম-বিজেপির, তুলকালাম মালদহ
 
প্রসঙ্গত, পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগেই সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকেই। যদিও নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। তবে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল কোনও অশান্তি হলে তার দায় নিতে হবে কমিশনকেই। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari