ছড়াচ্ছে ফণীর আতঙ্ক, স্কুল ছুটি ঘোষণা করলেন মমতা

ফণী থেকে যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বধ্যপরিকর রাজ্য সরকার এবার স্কুল ছুটি ঘোষণা করল।  আগামী শুক্র ও শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল।

arka deb | Published : May 2, 2019 11:40 AM IST

বাড়তে পারে বিপদ। তাই আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। ফণী থেকে যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বধ্যপরিকর রাজ্য সরকার এবার স্কুল ছুটি ঘোষণা করল। 
আগামী শুক্র ও শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল।

এদিন নানাভাবেই  ফণী বুঝিয়ে দিচ্ছে তার আগমনের খবর। সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দীঘা থেকে মাত্র ৫৫০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে এই ঘূর্ণাবর্ত। ফলে আগাম প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না রাজ্য প্রশাসন।  দেখে নেওয়া যাক কী কী উদ্যোগ নিয়েছে রাজ্য প্ৰশাসনঃ

Latest Videos

১ দীঘার উপকূলে মাইকিং করে স্নান করতে নামা পর্যটকদের সাবধান করা চলছে।

২ জোর কদমে কাজ করছে কলকাতা পুরসভা। গঙ্গার ধারের লকগেটগুলিকেও নজরে রাখার নির্দেশ দিয়েছে পুরসভা।

৩ জেলায় জেলায় কন্ট্রোল রুম তৈরি হয়েছে।

৪ প্রশাসন থেকে সমস্ত বিজ্ঞাপন সংস্থাগুলিকে হোর্ডিং খুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

৫ বাজার অঞ্চলগুলিতে চলছে আবর্জনা সাফাইয়ের কাজ।

৬ পাম্পিং স্টেশনে বহাল করা হয়েছে পুর ইঞ্জিনিয়রদের।

৭ দুই দিন ছুটি দেওয়া হল স্কুলগুলিও।

২০০৯ সালের মে মাসে আয়লার ধাক্কা ভোলেনি রাজ্যবাসী। ঝড়ের দাপটে কলকাতা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়ছিল সেবার।।পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়। সমগ্র পশ্চিমবঙ্গে আয়লার প্রভাবে এক লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হন। সারা দেশে ঘরছাড়া মানুষের সংখ্যা ১,৫০,০০০-এর কাছাকাছি দাঁড়ায়। এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই সতর্ক হয়ে কাজ করছে রাজ্য প্রশাসন।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla