বাড়িতে লক্ষ্মী পুজোয় রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব, নিজের হাতেই করলেন আয়োজন

 

  •  বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
  •  প্রতিবছর দুর্গাপুজোর পরেই কোজাগরী লক্ষ্মী আয়োজন করেন তিনি
  • প্রতিবছর নতুন লক্ষ্মী প্রতিমা দিয়ে পুজো হয়, বিসর্জন হয় সেই বছরেই
  • সংক্রমণের কথা মাথায় রেখে পুজোর আয়োজন ছোট করা হয়েছে 
     

Asianet News Bangla | Published : Oct 30, 2020 12:52 PM IST


প্রথা মেনে নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। প্রতিবছর দুর্গাপুজোর পরেই কোজাগরী লক্ষ্মী পুজো নিজের বাড়িতে আয়োজন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের হাতেই সমস্ত আয়োজন করেন তিনি। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। 

 

 

আরও পড়ুন, লক্ষীপুজোয় বাজারে দামের আগুন, মাথায় হাত কলকাতাবাসীর

 

সংক্রমণের কথা মাথায় রেখে পুজোর আয়োজন ছোট 


মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আগেই কিনে রাখা হয়েছে। প্রতিবছর নতুন লক্ষ্মী প্রতিমা দিয়ে পুজো করা হয় এবং বিসর্জন হয়ে যায় সেই বছরেই। পাশাপাশি শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বছর লক্ষ্মী পুজো আরও বড় করে আয়োজন করা হলেও এবছর করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন, 'বাংলায় গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন', বিস্ফোরক দিলীপ

 

ভক্তিভরে বসেছেন বাড়ির লক্ষী পুজোয়

অপরদিকে, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে পুজোর আয়োজন করেন তার পুত্র সায়ন দেব চট্টোপাধ্যায়। সোনালি এবং দুধ সাদা ধুতিতে এক লহমায় দেখে বোঝার উপায় নেই যে, তিনিই রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এতটাই ভক্তিভরে বসেছেন বাড়ির লক্ষী পুজোয়।  
 

Share this article
click me!