করোনার মধ্যেই গোদের উপর বিষফোঁড়া সোয়াইন ফ্লু, কলকাতায় আক্রান্ত একাধিক

  • করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু
  • শহরের বেশ কয়েকজন এই ফ্লুতে আক্রান্ত
  • করোনার মতোই সোয়াইন ফ্লুতেও একই উপসর্গ দেখা যায়
  • সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে নাজেহাল গোটা দেশ। এই পরিস্থিতিতে আবার উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। ইতিমধ্য়েই শহরের বেশ কয়েকজন এই ফ্লুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। 

জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো করোনার সব উপসর্গই থাকছে শরীরে। এর ফলে অনেকেই ভাবছেন হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু, পরীক্ষা করার পরই রিপোর্ট নেগেটিভ আসছে। এরপর রোগীর ম্যালেরিয়া হয়েছে বলেও বহু চিকিৎসক পরীক্ষা করাতে দিচ্ছেন। তবে সেই রিপোর্টও নেগেটিভ আসছে। আসলে দেখা যাচ্ছে রোগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বর্ষা শুরু হতে না হতেই কলকাতায় হানা দিয়েছে সোয়াইন ফ্লু। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

Latest Videos

আরও পড়ুন- মালদা খুনে অপহরণের নাটক ফেঁদে লক্ষাধিক টাকা সরায় আসিফ, আগ্নেয়াস্ত্র সহ আটক ২ বন্ধু

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতায় এখনও পর্যন্ত ১৯জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন খিদিরপুর মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা, তিনজন বেহালার, দু'জন গড়িয়াহাটের, দু'জন যাদবপুরের, তিনজন কসবার, তিনজন কাঁকুড়গাছির এবং দু'জন সল্টলেকের বাসিন্দা। 

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের গতি এখন নিম্নমুখী। কিন্তু, তার মধ্যেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না দেশবাসী। কারণ শীঘ্রই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। প্রথমে শোনা যাচ্ছিল চলতি বছরের অক্টোবরে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। যদিও এইমসের প্রধআন চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, আর মাত্র ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। 

আরও পড়ুন- ৮১ দিন পর দেশে ৬০ হাজারে নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও

তার মধ্যেই এবার গোদের উপর বিষফোঁড়ার মতো উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। চিকিৎসকরা বলছেন, করোনার মতোই সোয়াইন ফ্লুতেও একই উপসর্গ দেখা যায়। ফলে করোনা পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলেও বিষয়টিকে গুরুত্ব দিন। কোনওভাবেই একে হালকাভাবে নেবেন না। আর সোয়াইন ফ্লু অত্যন্ত ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমেই এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে মাস্ক অবশ্যই পড়ুন। আর এই বৃষ্টির মধ্যে সাবধানে থাকতে খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুন। হাত ধোয়ার সুযোগ না থাকলে স্যানিটাইজার লাগান। 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!