রাজ্যে চালু 'টেলিমেডিসিন' পরিষেবা, গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলি জেনে নিন

  •  রাজ্য়ে করোনা সংক্রমণের জেরে চিকিৎসায় সমস্যা তৈরি হয়েছে 
  •  এই সমস্যার সমাধান করতে চালু হল টেলিমেডিসিন পরিষেবা
  • এখনও পর্যন্ত ২২ জন চিকিৎসকের ফোন নম্বর ঘোষণা করেছে রাজ্য সরকার 
  • টেলিমেডিসিন পরিষেবায় দুটি সময়ে ভাগ করা হয়েছে ডাক্তারদের 

 রাজ্য়ে ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণের জেরে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। আর এবার সমস্যার সমাধান করতে টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই চিকিৎসা করার উপায় জানিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাংলায় চালু হল টেলিমেডিসিন পরিষেবা।

আরও পড়ুন, আদ্রতা বেড়ে অস্বস্তি চরমে, ঝোড়ো হাওয়ার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Latest Videos


জানা গিয়েছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ২২ জন ডাক্তারের ফোন নম্বর ঘোষণা করেছে রাজ্য সরকার। দুটি সময়ে ভাগ করা হয়েছে ডাক্তারদের। সকাল নটা থেকে রাত ৯ টা পর্যন্ত ফোন করতে পারবেন বাংলার ১৬ জন ডাক্তারকে। এরপর রাত ৯টা থেকে সকাল নটা পর্যন্ত ফোন করতে পারবেন বাকি ছয় জন ডাক্তারকে। জেনে নিন চিকিৎসকদের নাম ও ফোন নম্বরগুলো।


সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফোন করতে পারবেন।

১) ডাঃ শৈবাল ব্যানার্জি ৮৯১০০৬৬৩৩৬
২) ডাঃ নিত্যগোপাল ওঝা ৯৪৩৩৪১৩৯২১
৩) ডাঃ সুবীর কীর্তনিয়া ৯৯৩৩৪১৫১২৪
৪) ডাঃ পাপরী নায়েক ৯৮৩১৬০২৩৯৬
৫) ডাঃ কল্যান রাজন মুখোপাধ্যায় ৯৪৩২১২২০৮০
৬)ডাঃ বিপা বাসু ৯৮৭১৩২২৬৬
৭) ডাঃ বীরেন্দ্র প্রসাদ সাউ ৯৪৩৪১৮৩৮৯১
৮) ডাঃ অমিতাভ সরকার ৯৮৩১৫০৩৩৬৬
৯) ডাঃ শুভদ্বীপ সরকার ৮৩৩৪৮৬৬৬৬৭
১০) ডাঃ উমাশঙ্কর দলুই ৯৪৩৩১২৪১১৪
১১) ডাঃ গোপা রায় ৮২৪০০৩০৮০
১২) ডাঃ তমা ঘোষ ৯৮৩০৪১৭২৩
১৩) ডাঃসরস্বতী বরুই ৮৭৭৭৫৬৮৫৫২
১৪) ডাঃমিতালি অধিকারি ৯৪৩৪৯৪৪২৫৩৪
১৫)ডাঃ সুব্রত দালাল ৯৮৩৬১০৮৭১০
১৬) ডাঃরুনা ভট্টাচার্য ৯৮৩৬৪৮৮৬৫৭

রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফোন করতে পারবেন।

১) ডাঃ স্বরূপ সাধু ৭০০৩১৫০৪৬০
২) ডাঃ দিপেন্দ্র নাথ দাস ৯০৫১৬২৫৪৩১
৩) ডাঃ শান্তনু বিশ্বাস ৯৭৬২০৮৬৬০৩
৪) ডাঃ শভাকাত আলি খান ৯৪৭৫৬৮৬৪৩০
৫) ডাঃ শ্রীবাস রায় ৯৮৩৬৮৮৩৩৬২
৬)ডাঃ তমাল ঘোষ ৯৬৮১৬৬৯৫৬১
 

আরও পড়ুন, কোভিড যোদ্ধাদের মৃত্যুতে পরিবারের ১ জনকে চাকরি, বড় ঘোষণা মমতার

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'করোনা এবং অন্যান্য রোগের ক্ষেত্রে টেলিমেডিসিন চালু করব। লকডাউনের নিয়ম বিধি চলায় অনেকেই চিকিৎসকদের চেম্বারে যেতে পারছেন না। তাঁদের পরামর্শ নিতে পারছেন না। তাই এই পরিষেবা শুরুর কথা ভেবেছি। এই সকল ক্ষেত্রে ১ জুলাই অর্থাৎ ডক্টর্স ডে থেকেই আমরা এই পরিষেবা শুরু করব। প্রত্যেক জেলায় জেলায় সেট-আপ করছি টেলিমেডিসিনের। প্রথমে একটু অসুবিধা হবে। তাই আগে ১২টা ফোন নম্বর নিয়েই চালু হবে। আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে জেলার জন্যও আলাদা নম্বর করা হবে।'

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts