ডিসেম্বরেও শীতের অপেক্ষায় শহরবাসী, কাল থেকে ঠান্ডা নামার সম্ভাবনা

 

  • রবিবার কিছুটা কুয়াশা নিয়েই সূর্যদয় হল শহরে
  • এদিকে পয়লা ডিসেম্বরে এসেও শীতের দেখা নেই
  • শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯  ডিগ্রি সেলসিয়াস
  • আজ  কলকাতার আকাশ  আংশিক মেঘলা থাকবে

Ritam Talukder | Published : Dec 1, 2019 3:50 AM IST / Updated: Dec 01 2019, 09:32 AM IST


আজ রবিবার  খানিকটা কুয়াশা নিয়েই সূর্যদয় হল শহর কলকাতায়। সেই আকাশ কিঞ্চিত মেঘলা। তবে শীত আসবে করে করে আজ পয়লা ডিসেম্বরে এসেও শীতের দেখা নেই। আছে শুধু মৃদুমন্দ শীতল হাওয়া। গত কয়েকদিন ধরে ভোর ও রাতের দিকে হাল্কা ঠান্ডা লাগলেও মূলত বেলা বাড়ার সঙ্গে তা উধাউ।

আরও পড়ুন, হায়দরাবাদের ঘটনায় সতর্ক কলকাতা পুলিশ, সব থানায় পৌঁছে গেল নগরপালের নির্দেশ

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫২ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২০  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ  আংশিক মেঘলা থাকবে। 

আরও পড়ুন, সমকালীন পরিস্থিতির দলিল, 'দারা সুকো' নিয়ে বই প্রকাশ অভীক চন্দ-র

গত দুবছর আগে এই সময়টায় কলকাতার তাপমাত্রা ছিল ১৪  ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু এবছর তার ধারে কাছেও নেই। আবহাওয়া বিশেষজ্ঞের মতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার মাঝের সময় বেড়ে গেলে, তখনই রাজ্য সহ পূর্ব ভারতে ঢুকে পড়বে উত্তরের শীতল হাওয়া। তাদের অনুমান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগেই শীত পুরোপুরি ঢুকবে।

Share this article
click me!