রাজ্যের আকাশে এই মুহূর্তে দুর্যোগের কোনও দেখা পাওয়া যাচ্ছে না। আকাশ পরিষ্কারই রয়েছে। আবহওয়া কয়েকদিন শুষ্কই থাকবে। উত্তর দিক থেকে যে ঠান্ডা হাওয়া রাজ্যের মধ্যে ঢুকেছে তার ফলে আগামী দু দিনে তাপমাত্রা আরও কমে যাবে।
ঠান্ডা (Cold Weather) বেশ জাঁকিয়ে পড়েছে বঙ্গে (West Bengal)। প্রতিদিনই নামছে তাপমাত্রা (Temperature)। কয়েকদিন আগেও বঙ্গবাসীর প্রশ্ন ছিল যে ডিসেম্বর (December) মাস পড়ে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না কেন। অবশেষে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে শহর কলকাতায় (Kolkata)। আর আগামী ২ দিনে কলকাতার তাপমাত্রা আরও কমবে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, ২ থেকে ৪ ডিগ্রি কমে যাবে তাপমাত্রা।
ডিসেম্বরের শেষ দিকে উৎসবের আমেজ দেখা যায় কলকাতায়। ওই সময় বড়দিন থেকে শুরু করে নতুন বছর সব ক্ষেত্রেই মেতে ওঠেন কলকাতাবাসী। এই সময় পিকনিক, ঘুরতে যাওয়া যেন লেগেই থাকে। আর এবার বছর শেষের দিনগুলি বেশ ভালোই কাটবে বলে মনে করা হচ্ছে। শীতের আমেজ গায়ে মেখে ছুটির দিনগুলিকে বেরিয়ে পড়বেন রাজ্যবাসী। ইতিমধ্যেই রাজ্যে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে সেই তাপমাত্রা আরও খানিকটা নেমে যাবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজ্যের আকাশে এই মুহূর্তে দুর্যোগের কোনও দেখা পাওয়া যাচ্ছে না। আকাশ পরিষ্কারই রয়েছে। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। বেলা বাড়া সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে। আবহওয়া অবশ্য কয়েকদিন শুষ্কই থাকবে। উত্তর দিক থেকে যে ঠান্ডা হাওয়া রাজ্যের মধ্যে ঢুকেছে তার ফলে আগামী দু দিনে তাপমাত্রা আরও কমে যাবে। তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা আকাশ মূলত পরিষ্কারই থাকবে দিনের। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। অবশেষে ফাঁকা মাঠে উত্তুতে হাওয়ার ঝোড়ো ব্যাটিং জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে।
সব থেকে বড় বিষয় হল, গত ২ বছরে করোনা পরিস্থিতির মধ্যে মন খুলে বর্ষ শেষের আনন্দে গা ভাসাতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু, এবার সংক্রমণ অনেকটাই কম। আর সেই কারণেই এবার মন খুলে উৎসবে সামিল হতে পারবেন সবাই। আর তার সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়লে তো আর কোনও কথাই নেই। তাই এখন থেকেই বড়দিনের জন্য নিজেদের প্রস্তুত করছেন সাধারণ মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এখন বাংলার আবহাওয়ার ক্যালেন্ডার জুড়ে শুধুই শীত আর শীত। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে বিছানায়। এখন সময় হয়েছে ঘুরতে যাওয়া ও পিকনিকের।