তাপমাত্রা বাড়বে আজ থেকে, ৯ তারিখের পরে আবার পারদ নামার সম্ভাবনা

  • ঠান্ডা হাওয়ার প্রভাব কমবে আজ থেকে 
  •  কলকাতা সহ জেলার তাপমাত্রা বাড়বে 
  • তবে ৯ তারিখ-এ আবার তাপমাত্রা নামবে
  • আপাতত বৃষ্টি এর কোনও সম্ভাবনাই নেই
     

Ritam Talukder | Published : Dec 6, 2019 6:20 AM IST


শহর কলকাতায় শীত এই মুহূর্তে জাঁকিয়ে বসেছে। তবে এই ঠান্ডা হাওয়ার আমেজ ক্ষণস্থায়ী। তাপমাত্রা আবার বেড়ে গিয়ে পরের সপ্তাহের দিকে আবার ঠান্ডা নামার সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। 

আরও পড়ুুন, প্রতিবন্ধী তকমা দিয়ে মহিলা যাত্রীকে হেনস্থা অ্যাপ ক্য়াব চালকের

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৭  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৪ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৬  ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, শুধু পাড়ি নয় এবার চাঁদে হবে বাড়ি, নকশা গড়ে দিল তিন বাঙালি

আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ঠান্ডা হাওয়ার প্রভাব কমবে আজ থেকে। কলকাতা সহ জেলার তাপমাত্রা বাড়বে। তবে ৯ তারিখ-এ আবার তাপমাত্রা নামবে। আপাতত বৃষ্টি এর কোনও সম্ভাবনাই নেই।

Share this article
click me!