এনআরসি আতঙ্ক, জন্মের প্রমাণপত্র তুলতে সংখ্যালঘুদের ভিড় কলকাতা পুরসভায়

  • জন্মের প্রমাণপত্র তোলার জন্য ভিড় কলকাতা পুরসভায় 
  • যেখানে শেষ সেপ্টেম্বরেও ৯০ জনের বেশি মানুষ আসত না  
  • এনআরসি আতঙ্কে এখন সেই সংখ্যাটা দাড়িয়েছে ৪০০ তে 
  • মুখ্যমন্ত্রীর  অভয় বাণীতেও ভরসা পাচ্ছে না আমজনতা 
     

জন্মের প্রমাণপত্র তোলার জন্য ভিড় কলকাতা পুরসভায়। সূত্রের খবর, শেষ সেপ্টেম্বরেও ৯০ জনের বেশি মানুষ আসত না। এনআরসি আতঙ্কে এখন সেই সংখ্যাটা গিয়ে দাড়িয়েছে ৪০০ তে। তার সিংহভাগই আবার সংখ্যালঘু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  অভয় বাণীতেও ভরসা পাচ্ছে না আমজনতা। কলকাতা পুরসভা থেকে জন্মের শংসাপত্র তোলার ঠাসা ভিড় তার জলন্ত প্রমাণ।

আরও পড়ুন, ফের শুরু বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Latest Videos

পুরসভা সূত্রে খবর, আগে প্রত্য়েকদিন ১০০ টি করে জন্মের শংসাপত্রের ফর্ম দেওয়া হত কলকাতা পুরসভা থেকে। সেই সংখ্য়া বেড়ে এখন ২০০ করে দিয়েছে কলকাতা পুরসভার তরফে। এই নিয়ম চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী অবধি। এদিকে তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। প্রায় প্রত্য়েকদিন এখন এনআরসি আতঙ্কে  লঘুদের জন্মের প্রমানপত্র তোলার ভীড় প্রায় ৪০০ ছাড়াচ্ছে। পুরসভার কমিশনার খলিল আহমেদ সরকারি ভাবে  ঘোষণা করেছেন, এখন প্রত্য়েকদিন ২০০টি করে জন্মের শংসাপত্র দিতে হবে। শুধু পুরসভায় হেড অফিস নয় প্রতিটি বরো অফিস থেকেও দেওয়া হচ্ছে জন্মের শংসাপত্র।

আরও পড়ুন, ফের থানায় তদন্ত চলাকালীন প্রৌঢ়ের মৃত্য়ু, লাগল রাজনীতির রং

সূত্রের খবর, কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেট বিভাগের এক কর্মী জানিয়েছেন, যেদিন থেকে সিএএ লাগু হয়েছে ভিড় বেড়ে গিয়েছে। এদিকে পুরসভার কর্মী সংখ্যা কম। তাই এই ভিড় সামলাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে তাদের। সংখ্য়ালঘু এক জনের দাবি,  যতই 'কাগজ দেখাব না' স্লোগান উঠুক, ভবিষ্য়তে যদি সমস্য়ায় পড়তে হয় সে জন্য় সময় থাকতেই জন্মের প্রমানপত্র জোগাড় করতে পদক্ষেপ নিয়েছেন তারা।
 

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?