বছর বিদায়ের আগে শীতের অপেক্ষায় শহরবাসী, আগামী দু দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

Published : Dec 09, 2019, 09:56 AM ISTUpdated : Dec 09, 2019, 09:59 AM IST
বছর বিদায়ের আগে শীতের অপেক্ষায় শহরবাসী, আগামী দু দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সংক্ষিপ্ত

কলকাতার তাপমাত্রা এখন স্বাভাবিকের উপরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯  ডিগ্রি সেলসিয়াস আগামী দু দিনেও  তাপমাত্রা কমার  সম্ভাবনা নেই  শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে


শহর কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে উপরে। যাওবা গত সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ নেমেছিল, এখন তা ক্রমশ বাড়ছে। তাই বছর বিদায়ের আগে শহরবাসী এখনও শীতের অপেক্ষায় হাপিত্য়েশ করছে। আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। 

 

 

আরও পড়ুন, খেজুরের মধ্য়ে মাদক পাচার, হরিদেবপুর থেকে গ্রেফতার চাঁই

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৭ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৩  ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, ২০০ টাকার পেঁয়াজের ঝাঁজ, ঐতিহ্য হারাতে বসেছে কফিহাউজের খাদ্যতালিকা

আরব সাগরের উপরে ঝঞ্জার জন্য আটকে রয়েছে শীত। তাই আগামী দু দিনেও  তাপমাত্রা কমার  কোনও সম্ভাবনা নেই। উত্তর পশ্চিমের শীতল বাতাস আটকে গিয়ে, ঢুকছে পূর্ব দিকের উষ্ণ বাতাস।  এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই তাপমাত্রা আবার কবে নামবে, এখনও কোনো উত্তর নেই হাওয়া অফিস এর কাছে।
 

PREV
click me!

Recommended Stories

ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে
নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট