কামারহাটির পার্টি অফিসে ঢুকে TMC কর্মীদের উপর বেপরোয়া গুলি, পাল্টা মদনকেই নিশানা দিলীপের

  • তৃণমূল কর্মীদের উপর হামলায় কাঠগড়ায় বিজেপি 
  • গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী 
  • এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করছে পুলিশ 
  • কোভিড বিধি মেনে মিছিলের ডাক দিয়েছেন মদন মিত্র 
     


তৃণমূল কর্মীদের উপর হামলা। কাঠগড়ায় বিজেপি।  কামারহাটি বিধানসভা এলাকায় তৃণমূল কর্মীদের উপর কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী। রবিবার সকাল অবধি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করছে পুলিশ। গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলেছেন কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে কোভিড বিধি মেনে মিছিলের ডাক দিয়েছেন তিনি।

 

Latest Videos

 

আরও পড়ুন, ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনর্গণনা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP প্রার্থী

উল্লেখ্য, শনিবার রাত ১০ টা নাগাদ কামারহাটি বিধানসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে বসেছিলেন কর্মীরা। আচমকাই ৭ থেকে ৮ টি বাইক এসে জড়ো হয়য় কার্যালয়ের সামনে। অভিযোগ, বাইক থেকে নেমে এক জোটে দুষ্কৃতিরা ঢুকে পড়েন তৃণমূল কার্যালয়ে। এরপরেই শুরু হয় হামলা। তৃণমূল কর্মীদের উপর গুলি বর্ষণ শুরু করে দুষ্কৃতিরা। চলে হামলা। এদিকে আচমকা গুলিবর্ষণে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন এলাকাবাসী। খবর পৌছতেই ঘটনাস্থলে পৌছন কামারহাটি বিধানসভার বিধায়ক  মদন মিত্র। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গুলিবিদ্ধি হয়েছেন তৃণমূল কর্মী মানস বর্ধন।  রবিবার সকাল অবধি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করছে পুলিশ। 

 

 

আরও পড়ুন, 'দেবাঞ্জনের ছবিতে থাকা প্রভাবশালীদের গ্রেফতার করা উচিত', দিলীপের কথায় কি প্রতিক্রিয়া কুণালের

তৃণমূল কর্মীদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গোষ্ঠী দ্বন্ধের জেরে এই ঘটনা হয়নি।  তৃণমূল বিধায়ক মদন মিত্র এই ঘটনায় গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলেছেন। তিনি অভিযোগ জানিয়ে বলেছেন, বিজেপি বুঝতে পেরেছে উত্তর ২৪ পরগণা থেকে তাঁরা শেষ হয়ে যাচ্ছে। আমাদের পার্টির মধ্যে কত গুলি দালাল তৈরি করেছে বিজেপি। সেই দালালগুলিকে দিয়ে পয়সা খাইয়ে একাজ করাচ্ছে। কিছু ২ পয়সার মদ্যপ ক্রিমিনাল ঢোকাচ্ছে এলাকায়। রোজ রাতে মস্তান ঢুকছে। আমরা পড়ার মোড়ে মোড়ে গার্ড দেব। দেখি কে ঢোকে এবার।' অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মদন মিত্রের লোকই এমনটা করেছে। কারণ ভাগ-বাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডোগোল শুরু হয়েছে গিয়েছে। গুলি-গোলা নিজেদের মধ্যেই চলছে। ওটাই তৃণমূলের সংষ্কৃতি। বিজেপি এই  সংষ্কৃতিতে বিশ্বাসী নয়।'
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury