নিউটাউনে উল্টে গেল বালিবোঝাই লরি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ৩ জন

Published : Sep 13, 2020, 06:52 PM ISTUpdated : Sep 13, 2020, 06:53 PM IST
নিউটাউনে উল্টে গেল বালিবোঝাই লরি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ৩ জন

সংক্ষিপ্ত

নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি রাস্তার ধারে অস্থায়ী দোকানে উল্টে যায় লরি দুর্ঘটনায় গুরুতর জখম এক বৃদ্ধ দম্পতি সহ ৩ জন দুর্ঘটনার পরই পলাতক গাড়ির চালক ও খালাসি    

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-নিউটাউনে রাস্তার উপর লরি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় ব্যবসায়ীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধ দম্পতি সহ তিন জন। ঘটনার পরই লরি ছেড়ে চম্পট দেয় চালক ও খালাসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউটাউনে ডিএলএফ ওয়ানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বালি বোঝাই লরি। ওই এলাকার কালভার্ট ভেঙে পাশের অস্থায়ী হোটেল ও একটি লটারির দোকানের উপর উল্টে যায়। সেই সময় ওই হোটেলে ছিলেন বৃদ্ধ দম্পতি। লটারির দোকানদার ঘটনাস্থলে থাকায় তাঁরা গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে বালি খালি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ও খালাসি। দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

 
 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর