মহিলার শ্লীলতাহানি-মেরে বাবার দাঁত ফেলল মদ্যপেরা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের অনুগামীরা

Published : Nov 30, 2020, 05:47 PM IST
মহিলার শ্লীলতাহানি-মেরে বাবার দাঁত ফেলল মদ্যপেরা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের অনুগামীরা

সংক্ষিপ্ত

তারাতলায় মদ্যপদের শ্লীলতাহানির শিকার মহিলা   মহিলার বাবাকে মেরে তাঁর দাঁতও ফেলে দেয় অভিযুক্তরা  এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের অনুগামীরা  এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি,আতঙ্কে পরিবার


তারাতলায় মদ্যপদের শ্লীলতাহানির শিকার মহিলা। ওই মহিলার বাবাকে মেরে তাঁর দাঁতও ফেলে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় অভিযুক্ত ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার জুহি বিশ্বাসের অনুগামীরা।

আরও পড়ুন, 'ক্ষমা চাইতে হবে', 'গুন্ডা' মন্তব্যের জেরে অভিষেককে আইনি নোটিশ দিলীপের


  মদ্যপ অবস্থায় তাকে ধরে শ্লীলতাহানি  করে 

নিজের বাপের বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে এসে রবিবার রাতে মদ্যপ যুবকদের দ্বারা আক্রান্ত হলেন এক মহিলা। এমনকি অসুস্থ বাবাকে মেরে তার একটি দাঁত ফেলে দেয়া হল। ঘটনাটি ঘটেছে তাঁরাতলা মাজেরহাট কলোনিতে। রবিবার রাত্রিবেলায় এই মহিলা নিজের বাপের বাড়িতে খাওয়া-দাওয়ার পর একটু হাঁটাচলা করছিল রাস্তায়। অভিযোগ সেইসময় ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুহি বিশ্বাসের অনুগামীরা মদ্যপ অবস্থায় তাকে ধরে শ্লীলতাহানি  করে এবং মহিলা তখন চিৎকার চেঁচামেচি করে, তা শুনে তার বাবা যখন প্রতিবাদ করে। তখন ওই মদ্যপ যুবকরা বৃদ্ধ  বাবাকেও মারধর করে ও মুখে মেরে তার দাঁত ফেলে দেয়।

আরও পড়ুন, আনন্দপুরে অভিজাত আবাসনের ২৪ তলা থেকে 'ঝাঁপ' উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, তদন্তে পুলিশ


এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি,আতঙ্কে পরিবার

  নিউ আলিপুর থানায় গতকাল রাতে অভিযোগ জানানো গেলেও নিউ আলিপুর থানা থেকে সোমবার সকালে তাদের অভিযোগ গ্রহণ করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আতঙ্কে পরিবার, এলাকার কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠল না।


 

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI