মুখ্যমন্ত্রীর বিধানসভায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে মদন, রাজ্য জুড়ে মানব বন্ধন তৃণমূলের

  • নাগরিকত্ব আইন, এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের কর্মসূচি
  • ভবানীপুরে প্রতিবাদে সামিল মদন মিত্র
  • চেতলায় বিক্ষোভ দেখালেন ফিরহাদ হাকিম
  • বাংলায় সিএএ- এনআরসি নয়, হুঁশিয়ারি তৃণমূল নেতাদের

নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতায় কলকাতা- সহ গোটা রাজ্য জুড়ে মানব বন্ধন কর্মসূচি পালন করল  তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে দলীয় কর্মী, দলনেত্রীর নির্দেশে এ দিন মানব বন্ধন  কর্মসূচিতে অংশ নেন সবাই। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা ভবানীপুরে মদন মিত্রের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। 

এ দিন ভবানীপুরের যদুবাবুর বাজারে দলীয় কর্মীদের পাশাপাশি ছোট ছোট স্কুল পড়ুয়াদেরও নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে সামিল করেছিলেন তৃণমূল নেতা। শিশুদেরকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান-এর মতো বিভিন্ন ধর্মের প্রতিনিধি সাজিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়। মদন মিত্র বলেন, 'আমাদের দলেনেত্রীর নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি। ভারতবর্ষের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেন। ফলে এখানে এনআরসি, সিএএ বা এনপিআর কোনওমতেই চালু হতে দেওয়া হবে না। কেন্দ্রের এই অত্যাচার মেনে নেওয়া হবে না। এই বার্তা দিতেই হাজার হাজার তৃণমূল কর্মী আজ রাস্তায় নেমেছেন।'

Latest Videos

অন্যদিকে দক্ষিণ কলকাতার চেতলায় নিজের এলাকায় মানব বন্ধন কর্মসূচিতে যোগ দেন কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্লোগান দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই রাজ্যে এনআরসি, সিএএ বা  এনপিআর করতে দেওয়া হবে না। একই সঙ্গে তাঁর অভিযোগ, আধার কার্ড সংশোধনের নামে কিছু লোক এনপিআর- এর জন্য তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই ধরনের কাজ বেআইনি বলে দাবি করেন মেয়র।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল