কলকাতার শিল্প-বাণিজ্য ফিরে দেখার উদ্যোগ, ঐতিহ্য রক্ষার পদক্ষেপ এক ঐতিহাসিকের

 

  • গগনেন্দ্র প্রদর্শশালায় এই প্রদর্শনী চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি 
  • যেখানে থাকছে উনবিংশ-বিংশ শতাব্দীর শিল্প-বাণিজ্যের ছবি 
  • এক সময়  নিশীথরঞ্জন রায় শুরু করেন ঐতিহ্য রক্ষার আন্দোলন  
  •  যার উদ্দেশ্যে ছিল ঐতিহ্য রক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করা 

Ritam Talukder | Published : Feb 5, 2020 11:09 AM IST

পুরোনো কলকাতাকে নতুন করে দেখার  সুযোগ করে দিচ্ছে  দ্য সোসাইটি ফর প্রিসারভেশন অফ আর্কাইভাল মেটিরিয়ালস অ্যান্ড মনুমেন্টস অফ ক্যালকাটা ৷ অনেকেই কলকাতার ফেলে আসা দিন খুঁজে বেড়ান গানে, ছবিতে, শিল্পকলায়। আর এবার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই উদ্য়োগ।  প্রদর্শনীর মাধ্যমে উনবিংশ এবং বিংশ শতাব্দীর কলকাতার শিল্প-বাণিজ্যের অবস্থাটা তুলে ধরার মধ্য়ে দিয়ে নস্টালজিয়ায় ফের ভাসবে কলকাতা।

আরও পড়ুন, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক, উপসর্গ নিয়ে বেলেঘাটায় ভর্তি চিন-ফেরত যুবক


বর্তমানে ব্যবসা বাণিজ্যে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা ৷ আর তারই সঙ্গে ঐতিহ্যকেও ঠিক মতো ধরে রাখতে পারছে না এই শহর৷ পুরনো শতাব্দী প্রাচীন বাড়িগুলি ভেঙে গড়ে উঠছে বহুতল ৷ তাই এই শহরের সুন্দর করে রাখতে হলে অবশ্যই তাঁর অতীত ঐতিহ্যকে রক্ষা করতে হবে৷ সেই কথা চিন্তা করেই এক সময় ঐতিহাসিক নিশীথরঞ্জন রায় শুরু করেছিলেন ঐতিহ্য রক্ষার আন্দোলন ৷ তারই উদ্য়োগে গড়ে উঠেছিল  দ্য সোসাইটি ফর প্রিসারভেশন অফ আর্কাইভাল মেটিরিয়ালস অ্যান্ড মনুমেন্টস অফ ক্যালকাটা।  যার উদ্দেশ্যে ছিল রক্ষার পাশাপাশি মানুষকে কলকাতার ঐতিহ্য এবং পারিপার্শিক সচেতন রক্ষা করা৷ 

আরও পড়ুন, আধারের আড়ালে এনপিআর ফর্মফিলাপ, গ্রেফতার ২


এই জন্য আলোচনা সভার পাশাপাশি কলকাতার ঐতিহ্য কেন্দ্রীক প্রদর্শনীর আয়োজন করতে প্রায়ই দেখা যায় এই সোসাইটিকে৷ এবার  কলকাতার বাণিজ্যের উত্তরাধিকার বিষয় নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে ৷ গগনেন্দ্র প্রদর্শশালায় এই প্রদর্শনী চলবে ৬-৮ ফেব্রুয়ারি ৷ এই প্রদর্শনীতে থাকছে উনবিংশ এবং বিংশ শতাব্দীর শিল্প-বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু ছবি৷ রামদুলাল দে, মতিলালশীল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জিডি বিড়লার মতো বিখ্যাত শিল্পপতি ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন বিখ্যাত শিল্প-বাণিজ্যিক সংস্থার ভবন ও সম্পর্কিত ছবি যেমন রয়েছে তেমনই আবার তৎকালীন কলকাতার বাজার, রাস্তা, সেতু, পরিবহণ ব্যবস্থার ছবি এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে ৷

Share this article
click me!