রণক্ষেত্র দুই কলেজের চেহারা দেখে আগামীকাল প্রতিবাদী মিছিলের ডাক মমতার

  • রণক্ষেত্র কলেজস্ট্রীট
  • প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের
  • আগামীকাল প্রতিবাদী মিছিলের ডাক

মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ-র শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কলেজস্ট্রীট। ঘটনার প্রতিক্রিয়া মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পুলিশের নকল বিজ্ঞপ্তির ছড়িয়ে পরার জেড়ে সমস্যা, তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

অগ্নিগর্ভা কলেজস্ট্রীটের ঘটনা নজরে আসার পরই, মমতা বন্দ্যোপাধ্যায় বেহালা চৌরাস্তার জনসভা থেকে প্রকাশ্যে ঘটনার ধিক্কার জানিয়ে বলেন, নকশাল আমলেও এমন দুর্ভাগ্য জনক ঘটনা ঘটেনি। উত্তর কলকাতায় অমিত শাহ বর্ণাঢ্য শোভাযাত্রার শেষেই অগ্নিগর্ভ হয়ে পরে বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভের জেড়ে ভেঙে পরে দুশো বছরের পুরনো বিদ্যাসাগর মূর্তিও।

Latest Videos

মঙ্গলবার এই নিন্দনীয় ঘটনাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সরূপ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভোট বয়কটের ডাক দেয়। সঙ্গে আরও উল্লেখ করা হয়, বিজেপির এত দুঃসাহস, যে তারা আমাদের পথপ্রদর্শক মণিষীদেরও সন্মান করে না, কীভাবে তারা পারল বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে, আগামীকাল এই ঘটনার পরিপেক্ষিতে প্রতিবাদী মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর।

 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী