মহিলার শ্লীলতাহানি-অশ্লীল মেসেজ, তৃণমূল নেতাকে জুতো পেটা রাজারহাটে

Published : Nov 03, 2020, 07:10 PM ISTUpdated : Nov 03, 2020, 07:12 PM IST
মহিলার শ্লীলতাহানি-অশ্লীল মেসেজ, তৃণমূল নেতাকে জুতো পেটা রাজারহাটে

সংক্ষিপ্ত

   শ্লীলতাহানি-মেসেজ প্রস্তাব ঘিরে তৃণমূল নেতাকে বেদম জুতো পেটা   এই ঘটনায় যথেষ্ট ধুন্ধুমার লাগে রাজারহাট দোশদ্রনে   জানা গিয়েছে, ওই অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম বুদ্ধদেব দাশ   ওই তৃণমূল নেতা বুদ্ধদেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও ছিল 


মহিলাকে শ্লীলতাহানি এবং মেসেজ করে কুপ্রস্তাব ঘিরে তৃণমূল নেতাকে বেদম জুতো পেটা। এই ঘটনায় যথেষ্ট ধুন্ধুমার লাগে রাজারহাট দোশদ্রনে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম বুদ্ধদেব দাশ। 

আরও পড়ুন, 'কাকে ধরেছেন, ইউটিউব খুলে দেখুন', জীবনতলায় পুলিশকে শাসানি হুগলির বিশালের  

 

 

মহিলাকে ফোন-অশ্লীল মেসেজ

 

রাজারহাট দোশদ্রনে মহিলাকে শ্রীলতাহানি করার অভিযোগ তৃণমূল নেতা বুদ্ধদেব দাশের বিরুদ্ধে। অভিযোগ ওটে মহিলাকে ফোন করা হত এবং তাঁকে অশ্লীল এসএমএস করে উত্ত্যক্ত করার অভিযোগও ওঠে তৃণমূল নেতা বুদ্ধদেব দাশের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই, ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়।   রাজাহাটের দোশদ্রণ এলাকার মহিলারা একত্রিত হয়। এবং ওই তৃণমূল নেতাকে বেঁধে জুতাপেটা করে। পরবর্তী সময়ে বাগুইআটি থানার পুলিশ উদ্ধার করে। 

 

আরও পড়ুন, 'ভেড়ির ঘরে কে'- জিগোতেই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, জীবনতলা শ্যুট আউটে বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও ছিল


অপরদিকে সূত্রের খবর, ওই তৃণমূল নেতা বুদ্ধদেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেও ছিল। তবে সামনে ২০২১ সালের নির্বাচনী ভোট, তার আগেই এমন ঘটনায় গুরু-গম্ভীর আলোচনা উঠেছে। এই ঘটনায় কতটা প্রভাব পড়বে, তা সময়ই বলবে।   

PREV
click me!

Recommended Stories

বিধানসভা নির্বাচন ২০২৬: রাজ্যের ৭ জেলায় বহুতল আবাসনে হবে বুথ, সিদ্ধান্ত কমিশনের
News Round Up: মমতার নির্বাচন কমিশনকে আক্রমণ থেকে শুরু করে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের একাধিক ক্রিকেটার, সারাদিনের খবর এক ক্লিকে