'এভাবে আমাদের মেরে শেষ করা যাবে না' কাউন্সিলর হত্যাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পাণিহাটিতে তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে ধিক্কার জানিয়েছেন কলকাতার মেয়র।
'এভাবে আমাদের মেরে শেষ করা যাবে না' কাউন্সিলর হত্যাকাণ্ডে ( Councillor Murder Case) কড়া প্রতিক্রিয়া দিলেন এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পাণিহাটিতে তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে ধিক্কার জানিয়েছেন কলকাতার মেয়র। ঝালদার কাউন্সিলরের খুনের কাণ্ডেও মুখ খুলেছেন ফিরহাদ (TMC Leader Firhad Hakim)।
'এভাবে আমাদের মেরে শেষ করা যাবে না'
কাউন্সিলর হত্যাকাণ্ডে ফিরহাদ হাকিম এদিন বলেন, এরকম ভাবে আমাদের মেরে মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূলের ওপর আক্রমণ করে। যদি তৃণমূলকে শেষ করতে চায় তাহলে কোনদিনও শেষ করতে পারবে না। যারা এই কাজ করছে, তাদের আমি ধিক্কার জানাই। এবং আমি ইমিডিয়েট বিচার ও তদন্তের দাবি করছি। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।' প্রসঙ্গত, উত্তর ২৪ পরগণার পাণিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম দত্তকেও গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আগারপাড়া নর্থ স্টেশন রোড সংলগ্ন শিশু উদ্যান পার্কের সামনে দিয়ে বাইকে করে যাওয়ার সময় আক্রমণ চালানো হয় তাঁর উপরেও। বাইকে করে দুই দুষ্কৃতি তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম দত্তের উপরে গুলি চালায়। জানা গিয়েছে তিনি রবিবার হরিসভায় একটি মিটিং সেরে আসছিলেন। তখনই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।
'ভিন রাজ্য থেকে এসে খুন করে চলে যাচ্ছে'
ঝালদায় কাউন্সিলর হত্যাকাণ্ডে ফিরহাদ বলেন, ' ঝালদা তো একই ঘটনা হয়েছে যা হয়েছে সেটা অন্যায়। আমি এ বিষয়ে ফোনে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ঝাড়খণ্ডের বর্ডার থেকে কন্টাক্ট কিলাররা রাজ্যে প্রবেশ করছে। তারা সে খুন খামারি করছে। পুলিশকে এই বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাণিহাটিতে ও প্রায় একইরকম। যেহেতু ব্যারাকপুর বেলটা প্রচুর মাইগ্রেট লোকজনের আনাগোনা থাকে। এর আগে আপনারা দেখেছেন অনেক অপরাধে গ্রেফতার হয়েছে। ভিন রাজ্য থেকে এসে খুন করে চলে যাচ্ছে। ওখানে কারা এটা করেছে তা দ্রুত তদন্ত করে দোষীকে গ্রেফতার করতে হবে।'
আরও পড়ুন, বাংলার নির্বাচন আদৌ কি হিংসা মুক্ত, কাউন্সিলর হত্যাকাণ্ডে মমতার সরকারকে তোপ বিরোধীদের
জলা জমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পাণিহাটি কাউন্সিলরকে খুন হতে হল ?
অপরদিকে ফিরহাদ বলেন, 'শোকগ্রস্ত পরিবার অনেক সময় মিডিয়ার সামনে অনেক রকম কথা বলে তাতে কিছু এসে যায় না। সম্পূর্ণ তবে ঘটনার তদন্ত হবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে।এর মধ্যে কোন রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা বিষয় এখনই বলা যাচ্ছে না ঘটনা সম্পূর্ণ তদন্ত হলে সবটাই স্পষ্ট হয়ে যাবে। জলা জমি ভরাট এর বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটি কাউন্সিলর কে খুন হতে হল, ইতিমধ্যেই এই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন জলা জমি ভরাটের বিরুদ্ধে আমি নিজেও রয়েছি। যেই করে থাকুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।'