বেলগাছিয়ায় তরুণীকে অশ্লীল এসএমএস, খুনের হুমকিতে অভিযুক্ত তৃণমূল নেতা

Published : Feb 10, 2020, 02:06 PM IST
বেলগাছিয়ায় তরুণীকে অশ্লীল এসএমএস, খুনের হুমকিতে অভিযুক্ত তৃণমূল নেতা

সংক্ষিপ্ত

  তরুণীকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে   তরুণীর দাবি, শাহদাত তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ের হুমকি দিয়েছে    ইতিমধ্যেই  ওই তৃণমূল নেতা  বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী   তরুণীর দাবি, এখনও পর্যন্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি 

বেলগাছিয়ার এক তরুণীকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, শুধু এসএমএস পাঠানোই নয়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার হুমকিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন, জমি পাইয়ে দেবার নামে তছরুপ, প্রতারককে শিক্ষা দিতে গিয়ে শ্রীঘরে অভিকারীরা

সূত্রের খবর, অনেকদিন ধরেই বেলগাছিয়ার ওই তরুণীকে উত্তক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। শাহদাতের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান ওই তরুণী। অভিযোগ, শাহদাতের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণীকে হুমকিও দেওয়া হচ্ছে। এমনকী তরুণীর পরিবারের সদস্যদের খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তরুণীর মোবাইলে অশ্লীল এসএমএস পাঠানোরও অভিযোগ উঠেছে স্থানীয় ওই তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। তরুণীর দাবি, শাহদাত তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেও এই পরিস্থিতি চললেও  তৃণমূল অন্য় কোনও নেতারাই এগিয়ে আসেননি।

আরও পড়ুন, করোনা মোকাবিলায় সতর্ক কলকাতা চিড়িয়াখানা, কড়া নজরদারি বিদেশিদের উপরে

অপরদিকে, ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তরুণীর দাবি,  এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তরুণীকে হুমকি দেওয়ায় অভিযুক্ত বেলগাছিয়ার তৃণমূল নেতা শাহাদত হোসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ বলে দাবি ওই তরুণীর। সাংসদ ঘনিষ্ঠ হওয়ার জন্য় পুলিশ, শাহদাতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ উঠেছে।
 

PREV
click me!

Recommended Stories

Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর
শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?