বেহালা ডায়মন্ড হারবার রোডের উপর ধুন্ধুমার। কলকাতা পুলিশের সার্জেনকে ধাক্কা ধাক্কি করল বেঙ্গল পুলিশ । ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড-এর সার্জেন্ট সোমনাথ ঘোষ নিজের গাড়ি করে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় একটি কনভয়-এর গাড়ি এসে ধাক্কা মারে সোমনাথবাবুর গাড়িতে। পরে জানা যায়, ওই কনভয়টি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান এর।
ধাক্কা লাগার পরে ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক সার্জেন্ট সোমনাথবাবু প্রতিবাদ করায় কনভয় থেকে জাহাঙ্গির খান-এর গার্ডরা গাড়ি থেকে বের হন। প্রকাশ্য়েই সার্জেন্ট সোমনাথ বাবুকে ধাক্কাধাক্কি করতে থাকেন। পুরো ডায়মন্ড হারবার রোড ৪০ মিনিট ধরে অবরুদ্ধ হয়ে যায়। সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়। তারপর কনভয় থেকে সব গার্ড বের হয়ে আক্রান্ত সার্জেন্টকে রাস্তা থেকে সরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। ঢিল ছোড়া দূরত্বে বেহালা থানা থাকলেও বেহালা থানা কোনও পুলিশকে ঘটনাস্থলে দেখা গেল না ।