হাই কোর্টের রায়কে মান্যতা দিল এসএসসি, উচ্চ প্রাথমিকে ১৫৮৫ জনের ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন

গত ৩০ সেপ্টেম্বরই হাই কোর্টের রায়ের ভিত্তিতে ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেবে বলে জানিয়েছিল এসএসসি । ১৪ অক্টোবর শুক্রবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। আগামী ২১ অক্টোবর থেকেই শুরু হবে ইন্টারভিউ-এর প্রক্রিয়া। 
 

উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় উত্তীর্ণদের এবার ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২০১৪ সালে  নিয়োগ দুর্নীতির আবহে টেট পরীক্ষায় পাশ করলেও নিয়োগে অংশ নিতে পারেনি ১,৫৮৫ জন। কলকাতা হাই কোর্টের নির্দেশে এবার তাঁদের ইন্টারভিউ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বলে জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

গত ৩০ সেপ্টেম্বরই হাই কোর্টের রায়ের ভিত্তিতে ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেবে বলে জানিয়েছিল এসএসসি । ১৪ অক্টোবর শুক্রবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। আগামী ২১ অক্টোবর থেকেই শুরু হবে ইন্টারভিউ-এর প্রক্রিয়া। মোট আট দফায় ইন্টারভিউ নেওয়া হবে। ২১ অক্টোবর হবে প্রথম দফার ইন্টারভিউ। দ্বিতীয় দফার ২২ অক্টোবর, তৃতীয় দফার ২৮ অক্টোবর, চতুর্থ দফার ২৯ অক্টোবর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ হবে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর হবে। ইন্টারভিউ দিয়ে যারা পাশ করবে তাঁরা চাকরি পাবে বলেও জানিয়েছে এসএসসি চেয়ারম্যান।

Latest Videos

২০১৪ সালে টেট পাশ করেও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি বেশ কিছু প্রার্থী। এই মর্মে এসএসসিতে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। প্রাথমিকে পাশ করেও ইন্টারভিউ-এর ডাক না পাওয়ার অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এসএসসি আদালতে হলফনামায় বলে, ১৫৮৫টি আসনে নিয়োগ করার অনুমতি দিক হাই কোর্ট। গত ৩০ সেপ্টেম্বর এই আবেদন মঞ্জুর হতেই বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। 

আরও পড়ুন-
আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? তাহলে অবশ্যই জেনে নিন আপডেট করার নিয়ম ও প্রক্রিয়া
নোটবন্দি কি প্রত্যেক ভারতীয়ের পক্ষে মঙ্গলকর? মোদী সরকারের সিদ্ধান্তে ফের নজরদারি সুপ্রিম কোর্টের
গুজরাতে গিয়ে ফের নরেন্দ্র মোদীর ‘শহুরে নকশাল’ মন্তব্য, নিশানা অরবিন্দ কেজরিওয়ালের দিকেই?

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury