সনিকা সিং চৌহানের মামলা চলাকালীন বিক্রমের বিদেশ যাওয়া বাতিল করল আলিপুর আদালত

অভিনেত্রী-মডেল সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা একটা গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। তাই এই সময় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত। 
 

আজ থেকে প্রায় ৫ বছর আগের কথা। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনা কান্ডে মৃত্যু হয় মডেল ও অভিনেত্রী সনিকা সিং চৌহানের। অভিনেত্রী-মডেল সোনিকা সিং চৌহান মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে। তার মাঝেই  বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা বিক্রম (Vikram Chatterjee)। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ করে দেন  নিম্ন আদালত। সোমবার মামলার শুনানিতে এর তীব্র বিরোধিতা জানান আইনজীবী নবকুমার ঘোষ, প্রশান্ত মজুমদার, সুদীপা সুররা। এই সকল আইনজীবীদের বক্তব্য,  অভিনেত্রী-মডেল সোনিকা সিং চৌহান মৃত্যু মামলা একটা গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। তাই এই সময় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত (Alipur Court)। 

মামলাটি এখন গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে।  সোমবার এই যুক্তির ভিত্তিতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) বিদেশ যাওয়ার আরজি খারিজ হয়ে গেল। এই সংক্রান্ত মামলায় নির্দেশ দেন আলিপুর ষষ্ঠ জেলা ও দায়রা বিচারক পুষ্পল সৎপতি। আলিপুর আদালতের আইনজীবীদের বক্তব্য, বিচার পদ্ধতি এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে সেখানে বিক্রমকে ছাড়া হলে তিনি বেপাত্তা হয়ে যেতে পারেন। আর বিদেশের মাটিতে পা রাখলে খুব শীঘ্রই দেশে ফেরার সম্ভবনাও নেই। তাই সনিকা সিং চৌহান মামলায় চলাকালীন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এই দেশ ছেড়ে বাইরে কোথাও যাওয়ার অনুমতি পাবেন না। অন্যথায় তদন্তের ওপর প্রভাব পড়বে। 

Latest Videos

তবে বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, তাঁর মক্কেলের কেরিয়ারে ভাল সুযোগ এসেছে। তাই তিনি ইংল্যান্ডে যাওয়ার সুযোগ হাত ছাড়া করতে চান না। মামলায় এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রমই। নিম্ন আদলাতে সেই গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকার মৃত্যু মামলাটি চলছে। এর মাঝে মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের আর্জি নিয়ে হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই আবেদন খারিজ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মতো তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় চার্জ গঠন করে শুরু হয় বিচার প্রক্রিয়া। চার্জ গঠনকেও চ্যালেঞ্জ করে ফের হাই কোর্টে যায় বিক্রম। সেই মামলা অবশ্য বিচারাধীন রয়েছে উচ্চ আদালতে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী