কোননগর কলেজে অধ্যাপক নিগ্রহকাণ্ডে মুখ্যমন্ত্রীর ফোন, শোকজ কাউন্সিলর

Published : Jul 25, 2019, 11:44 PM IST
কোননগর কলেজে অধ্যাপক নিগ্রহকাণ্ডে মুখ্যমন্ত্রীর ফোন, শোকজ কাউন্সিলর

সংক্ষিপ্ত

কোননগর কলেজে অধ্যাপক নিগ্রহকাণ্ডে উদ্বেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের  নিগৃহীত অধ্যাপকের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর  এই সব জিনিস বরদাস্ত করা হবে না বলে প্রতিশ্রুতি  এরপরই অভিযুক্ত কাউন্সিলরকে শোকজ 

 বুধবারে ঘটে যাওয়া কোননগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপক নিগ্রহের ঘটনা কারোরই অজানা নয়। ঘটনার ছবি বারবার ফুটে উঠেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায়। তারপরেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিকের নাম। তিনি কোন্নগর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ আসে তাঁর উষ্কানিতেই নাকি ওই কলেজের ছাত্ররা এমনটা করেছে। বুধবারের ওই ঘটনার পরে নিগৃহীত অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেতে যান তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব ও উত্তরপাড়ার  বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁরা এই ঘটনার জন্য নিগৃহীত অধ্যাপকের কাছে হাত জোড় করে ক্ষমাও চান। এরপরেই ওনারা জানতে চান ঘটনার পিছনে কার হাত রয়েছে। 

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: আকাশছোঁয়া বিমান ভাড়া রুখতে সরকারের নয়া নির্দেশ! ফ্লাইট বুকিং-এর আগে দেখে নিন নির্ধারিত তালিকা