জোড়া দুংসংবাদ হাওয়া অফিসের, আরও নাকাল হবে কলকাতা

arka deb |  
Published : May 28, 2019, 11:32 AM IST
জোড়া দুংসংবাদ হাওয়া অফিসের, আরও নাকাল হবে কলকাতা

সংক্ষিপ্ত

  আপাতত গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আপাতত গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

এখানেই শেষ নয়। হাওয়া অফিস দুঃসংবাদ দিচ্ছে আরও। আবহবিদরা জানিয়ে দিয়েছেন, তৈরি হয়নি কালবৈশাখীর পরিস্থিতিও। ফলে এক কথায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম থেকে রেহাইও নেই দক্ষিণবঙ্গে।  

এদিন বাতাসে আর্দ্রতা থাকবে ৭৯ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। কিন্তু আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হবে।

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্‌গের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের মতে এই বৃষ্টি হচ্ছে অসমে অবস্থিত একটি নিম্নচাপের কারণে। হাওয়া অফিসের মতে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।  

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহবিদদের ব্যখ্যা, বর্ষার মরশুম এগিয়ে আসছে ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্প। অস্বস্তি থাকবে জলীয় বাষ্পের জন্যে। তবে তাপপ্রবাহের নেই। 

প্রসঙ্গত বর্ষা নিয়েও দুঃসংবাদ রয়েছে। সূত্রের খবর, বর্ষা আসতে বেশ কিছুটা সময় লাগবে। কেরালাতে ১ জুনের বদলে ৬ তারিখ বর্ষা ঢুকবে জানিয়েছে মৌসম ভবন। 

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের