আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Published : Aug 15, 2019, 05:47 PM IST
আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সংক্ষিপ্ত

কলকাতায় এখনই কমছে না বৃষ্টি শ্রাবণ শেষএ বর্ষার দেখা কলকাতাসহ দক্ষিণবঙ্গে  আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বর্ষার শেষে দক্ষিণবঙ্গে দেখা মিলল বৃষ্টির। গত একসপ্তাহে বৃষ্টিপাতের পরিমান দক্ষিণবঙ্গে কম হলেও তা তাপমাত্রার পারদকে বেশ কিছুটা কমিয়ে এনেছে। বুধবার রাত থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে হালকা বৃষ্টিপাত হয়। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তারপর থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমান ছিল ভালো। 

তবে বৃষ্টি এখনই কমছে না সুখবর শোনাল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ থাকবে স্বাভাবিক। সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টিপাত হবে বলে জানান হয়। গাঙ্গেয় উপত্যকাতে সৃষ্টি হওয়া নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে উত্তর প্রদেশের ওপর। পাশাপাশি মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থাতে এখন বাঁকুড়া কৃষ্ণনগর হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর জেরেই বৃষ্টি হবে বলে জানান হয়। সঙ্গে তাপমাত্রার পারদ কমবে, মিলবে স্বস্তি। 

আরও পড়ুনঃ মমতা ঘরে ফিরতে বলেছিলেন শোভনকে! বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে এবার সরব রত্না

এখানেই শেষ নয়, বৃষ্টি চলবে শনিবারও। হাওয়া অফিস জানাচ্ছে, মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। তবে এবারের বৃষ্টির ঘাটতির জন্য পুজোর সময়ে ভোগান্তি রয়েছে কি না সেই নিয়ে বাঙালির কপালে ভাঁজ পড়েছে। 

PREV
click me!

Recommended Stories

কলকাতার মোড়ে মোড়ে বসছে ক্যামেরা, সিগনাল অমান্য করলেই ছবি উঠে যাবে
তৃণমূলকে নিয়ে এমন কথা! মহারাষ্ট্র থেকে এসে শুভেন্দুকে হাতজোড় করে যা বললেন মহিলা! দেখুন