কালীপুজোয় বৃষ্টি নয়, নিশ্চিন্ত করল হাওয়া অফিস

  • কালীপুজোতে বৃষ্টি হবে না
  • পূর্বাভাস দিল হাওয়া অফিস
  • গোটা রাজ্যেই কমবে বৃষ্টি
     

অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোয় বৃষ্টির আর সম্ভাবনা নেই। রবিবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজ্যের কোথাওই বৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন আবহবিদরা। 

শনিবারও কলকাতা- সহ সংলগ্ন এলাকা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং- সহ পাঁচটি জেলাতেও হাল্কা বৃষ্টিপাত হতে পারে। তবে কালীপুজোর দিন থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

Latest Videos

আবহবিদ উমাকান্ত সাহা এ দিন জানিয়েছেন, পশ্চিম অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও সেখান থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণেই শনিবার রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই পরিস্থিতির উন্নতি হবে। 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা রাজ্য়েই কালীপুজোর আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পুজোর প্রস্তুতিও প্রায় থমকে গিয়েছিল। ফলে চিন্তায় পড়েছিলেন উদ্যোক্তারা। একই ভাবে প্রভাব পড়েছিল ধনতেরাসের বাজারেও। হাওয়া অফিসের এ দিনের পূর্বাভাসে তাই অনেকটাই স্বস্তি মিলল। 
 

Share this article
click me!

Latest Videos

ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর