উত্তরে ফের ভারী বৃ্ষ্টি! দক্ষিণে কবে আসবে স্বস্তি, জানাচ্ছে হাওয়া অফিস

  • উত্তরবঙ্গে বানভাসি অবস্থা বৃ্ষ্টির জেরে
  • অন্যদিকে দক্ষিণবঙ্গে এবার দেখাই মিলছে না বৃষ্টির
  • জুলাই মাসের মাঝখানে এসেও বর্ষার দেখা মিলছে না
  • তাই গরমে হাঁসফাঁস এখনও কমেনি
     
swaralipi dasgupta | Published : Jul 14, 2019 11:23 AM IST

উত্তরবঙ্গে বানভাসি অবস্থা বৃ্ষ্টির জেরে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এবার দেখাই মিলছে না বৃষ্টির। জুলাই মাসের মাঝখানে এসেও বর্ষার দেখা মিলছে না। তাই গরমে হাঁসফাঁস এখনও কমেনি। 

এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি হবে। কিন্তু গরম থেকে এখনই রেহাই পাবে না মানুষ। কারণ তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Latest Videos

একদিকে দক্ষিণবঙ্গে যেমন গরম কমবে না, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টি এখনই থামছে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুনঃ কলকাতায় বৃষ্টির আশা ক্ষীণ, আর কত ভোগাবে আবহাওয়া

দুদিন আগে আবহাওয়া দফতর জানিয়েছিল, বিহার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের জেরে কলকাতা, দক্ষিণবঙ্গ, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু আকাশ মেঘলা থাকলেও তেমন বৃ্ষ্টি হবে না বলেই জানিয়েছিল হাওয়া অফিস। আর তাই স্বস্তিও মেলেনি। তাই বলা ভাল, বৃষ্টিহীন ভাবেই দক্ষিণবঙ্গের মানুষের বর্ষা কেটে গিয়েছে। এখন শুধু অপেক্ষা ছাড়া আরও কোনও উপায় নেই। 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু