বৃষ্টি নয়, বঙ্গে এবার তাপমাত্রা বাড়ার পালা-কী বলছে আবহাওয়া রিপোর্ট

রাতের বেলায় শীত অনুভূত হলেও দিনের বেলায় গরম থাকবে। যদিও আগামী কয়েকদিন ভোরের বেলায় এবং রাতের সময় শীত অনুভূত হবে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে।

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৫ দিন। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির মত। 

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তারপর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৪ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হবার সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা ও ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রী বাড়বে।

Latest Videos

আরও পড়ুন-লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে ওটিপি, ফের শহরে বড়সড় সাইবার জালিয়াত চক্রের হদিশ

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ রাতের বেলায় শীত অনুভূত হলেও দিনের বেলায় গরম থাকবে। যদিও আগামী কয়েকদিন ভোরের বেলায় এবং রাতের সময় শীত অনুভূত হবে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। এদিকে দিনকয়েক আগেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সেই পরিস্থিতি এখন আর নেই। যার কারণে আগে কয়েকদিন ঝলমলে আকাশই দেখতে পাবে বঙ্গবাসী। সহজ কথায় আগামী পাঁচদিন কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। রবিবারের পর সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।

আরও পড়ুন-ঠাঁই মিলছে না রোগীর, কোভিড আক্রান্তকে হাসপাতালে ভর্তি করলেন সাংসদ অভিনেতা দেব

সরস্বতী পুজোর পরপরই আচমকাই বৃষ্টির হাত ধরে রাজ্য থেকে কার্যত বিদায়ের পথ ধরেছিল শীত। কিন্তু তারপর সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ভোল বদলাতে শুরু করেছে। এমতাবস্থায় গত ২ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া গেল। যার জেরে রাজ্যজুড়ে ফের ফিরতে শুরু করেছে শীতের আমেজ। এদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর এখানেই মুখে হাসি ফুটেছে শীত প্রেমী মানুষদের মনে।

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-এ গোটা ডিসেম্বর মিলিয়ে কলকাতার রাতের তাপমাত্রার গড় থেকেছে স্বাভাবিকের উপরেই। সর্বনিম্ন তাপমাত্রার গড় দাঁড়িয়েছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। এদিকে ২০ ডিসেম্বর ছিল একুশের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari