আজ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভ্য়াপসা গরম থেকে মুক্তি দিয়ে পারদ পতন কলকাতায়

Published : Apr 03, 2021, 08:12 AM ISTUpdated : Apr 03, 2021, 08:27 AM IST
আজ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভ্য়াপসা গরম থেকে মুক্তি দিয়ে পারদ  পতন কলকাতায়

সংক্ষিপ্ত

  শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে  তবে গুমোট গরম-অস্বস্তি থেকে মিলতে পারে মুক্তি   এদিন দুপুর বা সন্ধ্যের দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা  উত্তরবঙ্গের ক্ষেত্রে  উপরের পাঁচটা জেলাতেই বৃষ্টি হবে   

শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গুমোট গরম এবং অস্বস্তি থেকে মিলতে পারে ক্ষণিকের মুক্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দুপুর বা সন্ধ্যের দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন, 'EVM-র পদ্ম স্টিকার বদলে ঘাসফুলের প্রতীক', মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুভেন্দুর 

 

 


 আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে বুধবার  কলকাতার তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।  বুধবারই ছিল এবছরের সবচেয়ে উষ্ণতম দিন। যদিও এই অস্বস্তিকর পরিবেশ থেকে এদিন খাটিকটা মুক্তি পেতে চলেছে বাংলা। কারণ এদিন দুপুর বা সন্ধ্যের দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৩ তারিখে বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া,হুগলি। ৪ তারিখ হাওড়া,হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে  উপরের পাঁচটা জেলাতেই বৃষ্টি হবে। 

আরও পড়ুন, 'নন্দীগ্রামে দিদি হারছে', পরিসংখ্যান সহ মমতাকে নিশানা শাহ-র 

 

 


আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৯ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ।শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৯.৪ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ১৮ শতাংশ।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী