রাত বাড়লেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা কলকাতায়, তাপমাত্রা নামবে স্বাভাবিকের নীচে

Published : Jan 31, 2020, 06:10 PM IST
রাত বাড়লেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা কলকাতায়,  তাপমাত্রা নামবে স্বাভাবিকের নীচে

সংক্ষিপ্ত

কলকাতার  তাপমাত্রা একলাফে দুই ডিগ্রি নেমে গিয়েছে    আগামীকাল  সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে  শহর শীতের আমেজ আবারও ফিরে আসছে সপ্তাহান্তে  শনিবার থেকে মেঘ মুক্ত আকাশ পাবে কলকাতাবাসী   

শহর কলকাতার  সকালের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি নেমে গিয়েছে। এদিন সকালের তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় আরও নামতে পারে কলকাতার পারদ। পাশাপাশি দক্ষিনবঙ্গের অন্যান্য জেলাতেও ফের নামবে পারদ।  বৃহস্পতিবার রাতের কলকাতা ঢেকে গিয়েছিল ঘন কুয়াশায়। এতে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছিল। শুক্রবার তা অনেকটাই কমে এসেছে।

আরও পড়ুন, ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ, সাউথ পয়েন্টের সামনে রাস্তায় বসে অবরোধ অভিভাবকদের

আজ শুক্রবার, শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হয় । আজ সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.৮ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা   ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ২৪.৬  ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক   ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৪৬ শতাংশ।  এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২১  ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, আরজিকরে ২ অন্তঃসত্ত্বাকে নিগ্রহ, অভিযোগ নিরাপত্তারক্ষী ও কর্মীদের বিরুদ্ধে

  শীতের আমেজ ফের  ফিরে আসবে সপ্তাহান্তে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি কমতে পারে। আগামী দু তিন দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে ঘোরাফেরা করতে পারে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম।  জানুয়ারির শেষ সপ্তাহে বিদায় বেলায় ফের শীতের আমেজ উপভোগ করতে পারবেন কলকাতাবাসী। 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি