অক্টোবরের শেষেই শীতের আমেজ, শনিবার রেকর্ড পারদ পতন শহরে

Published : Oct 29, 2022, 04:28 PM IST
অক্টোবরের শেষেই শীতের আমেজ, শনিবার রেকর্ড পারদ পতন শহরে

সংক্ষিপ্ত

আজ দশ বছরে রেকর্ড পারদ পতন কলকাতায়। নভেম্বরের মধ্যেই কি কনকনে শীত? কী জানাচ্ছে আলিপুর?   

কার্তিকের দ্বিতীয় সপ্তাহেই হিমেল পরশ শহরের বাতাসে। কালীপুজো মিটতেই আবহাওয়ায় বড় বদল। সপ্তাহের শেষে রেকর্ড নামল তাপমাত্রার পারদ। অক্টোবরের শেষে উত্তুরে হাওয়ার দাপট বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর বিগত ১০ বছরে তাপমাত্রার এহেন পতন দেখেনি শহরবাসী। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২ সালে অক্টোবর মাসে ২০ ডিগ্রির নীচে নেমেছিল তাপমাত্রা। তারপর ফের ২০২২ সালে পূণরাবৃত্তি ঘটল সেই ঘটনার। আজ দশ বছরে রেকর্ড পারদ পতন কলকাতায়। নভেম্বরের মধ্যেই কি কনকনে শীত? কী জানাচ্ছে আলিপুর? 

সপ্তাহ শেষে উত্তুরে হাওয়ার দাপট বঙ্গে। শনিবার সকাল থেকেই শিরশিরে ঠান্ডা। জাঁকিয়ে শীত না পড়লেও হেমন্তের হিমেল পরশে রীতিমত ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গতকাল রাতেই তাপমাত্রার পারদ নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। উল্লেখ্য, গত দশ বছরে অক্টোবর মাসের মধ্যে তাপমাত্রার এহেন পতন দেখা যায়নি।  

শুধু দক্ষিণবঙ্গই নয় শীতের আমেজ দক্ষিণবঙ্গেও। দার্জিলিঙে গতকাল একধাক্কায় তাপমাত্রা নেমেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই মুহূর্তে রাজ্যে শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে, ঙ্গে এক্ষুনি শীতের কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে পুরোপুরি শীত প্রবেশ করবে আগামী ১৫ ডিসেম্বর নাগাদ। তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ পাবে রাজ্যবাসী। 

এর আগে আলিপুর জানিয়েছিল মূলত সিতরাং-এর জেরেই এই পারদ পতন। শীত নয় এই পারদ পতন ঘূর্ণিঝড়ের আফটার এফেক্ট মাত্র। কয়েকদিনের মধ্যেই ফের বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও। পাশাপাশি এক্ষুনি রাজ্যের শীতের কোনও সম্ভাবনা নেই বলেও জানাল হাওয়া অফিস। শীতের আমেজ পেতে রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে অন্তত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। 

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই শীত পড়ার অপেক্ষায় ছিল বঙ্গবাসী। কিন্তু বুধবার সেই আশায় জল ঢেলে আলিপুর জানাল বঙ্গে এক্ষুনি শীতের কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে পুরোপুরি শীত প্রবেশ করবে আগামী ১৫ ডিসেম্বর নাগাদ। তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ পাবে রাজ্যবাসী। 


আরও পড়ুন-
অমিত শাহের বৈঠকে মমতা, মোদীর বৈঠকেও মমতা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান নিয়ে কী বলছে বাম-কংগ্রেস?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ! ৮ নভেম্বর মস্কোয় পা রাখতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর
টুইটারের মালিকানা গেল ইলন মাস্কের হাতে, সঙ্গে সঙ্গে ছাঁটাই হয়ে গেলেন পরাগ আগরওয়াল সহ বহু উচ্চপদস্থরা

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?