Weather Report: সরস্বতী পুজোয় পারদ নেমে মনোরম পরিবেশ রাজ্যে, রবিবার থেকে আবহাওয়ার উন্নতি

 সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত, ফিরবে শীতের আমেজ রাজ্যে।  

 সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফিরবে শীতের আমেজ। কলকাতায় সকালে সামান্য কুয়াশাও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।  এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। তবে উত্তরবঙ্গে শনিবারও বৃষ্টির পূর্বাভাস।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে বেলা সাড়ে ১১ টা নাগাদ শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়ার্স।

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা নামল অনেকটাই। ফিরল শীতের আমেজ। নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে এদিনও বৃষ্টির সম্ভাবনা। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, রাজ্যে বৃষ্টিতে আবার চাষবাসের ক্ষতি হতে পারে।  উত্তরবঙ্গ লাগোয়া অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী দু-তিন দিনে আরো কিছুটা তাপমাত্রা কমবে। সকালে জমিয়ে শীতের আমেজ আরো কিছুদিন। শনিবারও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আগামীকাল রবিবার থেকে পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা আরও নামবে ফিরবে শীতের আমেজ।

আরও পড়ুন, 'মন ভরে দিও আলো, বসন্তের দ্বীপ জ্বালো', সরস্বতী পুজোতে কবিতা লিখে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফিরবে শীতের আমেজ। কলকাতায়  সকালে সামান্য কুয়াশাও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি।  শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়ার্স। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ৭৫ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়ার্স।স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৫৩ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।

অপরদিকে,  আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আবহাওয়ার পরিবর্তন। ৬ ফেব্রুয়ারি আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়বে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস।

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি