পশ্চিমবঙ্গে একদিনে রেকর্ড, করোনা নিয়ে মৃত ৪২ জন

  • আক্রান্তের সঙ্গে এবার পাল্লা দিল মৃতের সংখ্যা
  •  একদিনে শরীরে করোনা নিয়ে মারা গেলেন ৪২ জন
  •   বাংলায় এটা করোনায় মৃতের সর্বোচ্চ রেকর্ড
  •  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪০৪ জন।

আক্রান্তের সংখ্য়ার সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্য়ে একদিনে শরীরে করোনা নিয়ে মারা গেলেন ৪২ জন। নথি বলছে, বাংলায়  এটা করোনায় মৃতের সর্বোচ্চ রেকর্ড।  পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪০৪ জন।
 
পরিসংখ্যান বলছে,  এখনও পর্যন্ত মোট রাজ্য়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৩২ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪০৪ জন৷ মোট আক্রান্ত ৫৬ হাজার ৩৭৭ জন৷ তবে খুসির  খবর, বাংলায় একদিনে ফের সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৫ জন৷ শুক্রবার পর্যন্ত যা ছিল ১ হাজার ৮৭৩ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৬৫৪ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৩.২৪ শতাংশ৷ 

বর্তমানে বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৩২ জন৷ গত ২৪ ঘণ্টায় যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতারই ১১ জন৷ উত্তর ২৪ পরগনার ১২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৫ জন৷ হাওড়া ৭ জন৷ মুর্শিদাবাদের ১ জন৷ মালদা ২ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ পরিসংখ্য়ান বলছে, একদিনে টেস্ট হয়েছে ১৫ হাজার ৬২৮ । এটাই একদিনে বাংলায় সর্বোচ্চ টেস্ট৷ এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৭ লক্ষ ৮৯ হাজার ১৪০ জন৷ গতকাল ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৫১২ টি৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪০৪ জন৷

Latest Videos

এদিকে আগামী ২৭ জুলাই রাজ্য়ে নতুন অত্য়াধুনিক ল্যাব উদ্বোধন করবেন প্রধানমনত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আইসিএমআর এই ল্যাব আগামী দিনে করোনা পরীক্ষায় আরও সাহায্য় করবে বলে ধারণা সকলের। 
 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News