২১ শেও ২২০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা,রাজ্যে কোভিড পজিটিভ নিয়ে মৃত ৩৫

Published : Jul 21, 2020, 10:36 PM IST
২১ শেও ২২০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা,রাজ্যে কোভিড পজিটিভ নিয়ে মৃত ৩৫

সংক্ষিপ্ত

২১ শে জুলাইও জারি রইল ২০ জুলাইয়ের স্মৃতি  পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ২২৬১ জন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮২ জন শরীরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের

২১ শে জুলাইও জারি  রইল ২০ জুলাইয়ের স্মৃতি। রাজ্য়ের করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে,মঙ্গলবারও পশ্চিমবঙ্গে ২২০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শরীরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের বলছে, একদিনে আক্রান্তের সংখ্যা ২২৬১ জন৷ গতকাল সোমবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮২ জন৷ অর্থাৎ কিছুটা সংখ্য়া কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা।  

রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, এই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে  ৪৭হাজার ৩০ জনে৷ যার মধ্য়ে শরীরে করোনা সক্রিয় রয়েছে ১৭ হাজার ৮১৩ জনের৷ আশার খবর, গত একদিনে ১,৬১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ রাজ্য়ের করোনা চিকিৎসার অতীত বলছে, ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ওঠার নিরিখে এটা সর্বোচ্চ রেকর্ড৷ গতকাল সোমবার এই সংখ্যাটা ছিল ১,৫৩৫ জনে৷

এখনও রাজেয় মোট সুস্থ হয়েছেন ২৮ হাজার ৩৫ জন৷ শতাংশের হিসেবে ৫৯.৬১ শতাংশ৷ আগে এই সংখ্য়াটা ৬২ শতাংশে পৌঁছে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৮২ জনে৷ গতকাল সোমবার সংখ্যাটা ছিল ১ হাজার ১৪৭ জন৷ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৭,৮১৩ জন৷

গতকালই রাজ্য়ের করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দিল্লিতে জানিয়েছেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। নিজেই টুইটারে এই কথা পোস্ট করেছেন তিনি। যা নিয়ে রাজ্য়পালকে কটাক্ষ করতে চাড়েনি শাসক দল।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর