২১ শে জুলাইও জারি রইল ২০ জুলাইয়ের স্মৃতি। রাজ্য়ের করোনা আক্রান্তের পরিসংখ্যান বলছে,মঙ্গলবারও পশ্চিমবঙ্গে ২২০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শরীরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের বলছে, একদিনে আক্রান্তের সংখ্যা ২২৬১ জন৷ গতকাল সোমবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮২ জন৷ অর্থাৎ কিছুটা সংখ্য়া কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, এই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৭হাজার ৩০ জনে৷ যার মধ্য়ে শরীরে করোনা সক্রিয় রয়েছে ১৭ হাজার ৮১৩ জনের৷ আশার খবর, গত একদিনে ১,৬১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ রাজ্য়ের করোনা চিকিৎসার অতীত বলছে, ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ওঠার নিরিখে এটা সর্বোচ্চ রেকর্ড৷ গতকাল সোমবার এই সংখ্যাটা ছিল ১,৫৩৫ জনে৷
এখনও রাজেয় মোট সুস্থ হয়েছেন ২৮ হাজার ৩৫ জন৷ শতাংশের হিসেবে ৫৯.৬১ শতাংশ৷ আগে এই সংখ্য়াটা ৬২ শতাংশে পৌঁছে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৮২ জনে৷ গতকাল সোমবার সংখ্যাটা ছিল ১ হাজার ১৪৭ জন৷ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৭,৮১৩ জন৷
গতকালই রাজ্য়ের করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দিল্লিতে জানিয়েছেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। নিজেই টুইটারে এই কথা পোস্ট করেছেন তিনি। যা নিয়ে রাজ্য়পালকে কটাক্ষ করতে চাড়েনি শাসক দল।