কোভিড কাণ্ডে জেরবার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল। স্কুল খোলা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।এই পরিস্থিতিতে অবশেষে পড়ুয়াদের পঠনপাঠন শুরু করতে উদ্যোগী হল রাজ্য শিক্ষা দফতর। তবে অনলাইনের বদলে পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে এবার ফোনে। সেজন্য ইতিমধ্য়েই পরিকাঠামো তৈরির প্রস্তুতি শুরু।
আরও পড়ুন, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সর্তকতা জারি
জানা গিয়েছে, স্কুল বন্ধ থাকলেও ক্লাস শুরু করা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন শিক্ষা দফতরের অধিকারিকরা। প্রাথমিক ভাবে অনলাইনে পঠনপাঠন শুরু করার প্রস্তাব এলেও গ্রামাঞ্চলে পরিকাঠামো না থাকায় সেই প্রস্তাব বাতিল হয়। অবশেষে ঠিক করা হয়েছে ক্লাস হবে টেলিফোনে। প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য শুরু হবে টেলিফোনে ক্লাস। সেজন্য প্রতিটি জেলায় শিক্ষকদের তালিকা চেয়ে পাঠিয়েছে শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদকে শিক্ষকদের তালিকা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন, করোনা আতঙ্কে এগিয়ে এল না কেউ, ৬ ঘণ্টা ধরে পড়ে বিনা চিকিৎসায় মৃত্যু বৃদ্ধার
জানা গিয়েছে, প্রতিটি জেলায় পড়ুয়াদের জন্য থাকবে নির্দিষ্ট নম্বর। নির্দিষ্ট কোনও বিষয় কোনও পড়ুয়া কোনও বিষয় বুঝতে না পারলে সেই নম্বরে ফোন করতে পারবেন এই নম্বরে। নির্দিষ্ট নম্বর ডায়ালেই মিলবে শিক্ষকের কাছ থেকে বিষয়টি নিয়ে সেরা পাঠ।