ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু মহিলার, উত্তেজনা মোমিনপুরে

Published : Nov 14, 2020, 12:36 PM IST
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু মহিলার, উত্তেজনা মোমিনপুরে

সংক্ষিপ্ত

শনিবার সাতসকালে  ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু মহিলার    মোমিনপুর মোড়ে উত্তেজনা, প্রায় ১ ঘন্টা রাস্তা বন্ধ  এসএসকেমে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা    যদিও এখনও অবধি ওই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি 


কালীপুজোর দিনেই সাতসকালে  ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটনা ঘটেছে মোমিনপুর মোড়ে। মাঝেরহাট থেকে একটি  ট্যাঙ্কার আচমকাই ওই মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে  প্রাণ হারান ওই মহিলা, পৌছয় আলিপুর থানার পুলিশ।

আরও পড়ুন, 'আমি বাংলায় ৩৫৬ চাই না-বিজেপি রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়', বার্তা দিলীপের

 

 

মোমিনপুর মোড়ে তৈরি হয়ে উত্তেজনা


শনিবার সকাল ৯ টায় মোমিনপুর মোড়ে রাস্তা পারকরছিলেন এক মহিলা।  সেই সময় মাঝেরহাটের দিক দিয়ে কলকাতার দিকে আসছিল একটা তেলের ট্যাঙ্কার। এরপরেই 
ওই ট্যাঙ্কারটি আচমকাই ওই মহিলাকে ধাক্কা মারে। লোকজন চিৎকার করলে গাড়িটি মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। তবে আলিপুর থানার কাছে গাড়িটাকে ধরে ফেলে পুলিশ। মোমিনপুর মোড়ে তৈরি হয়ে উত্তেজনা। প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ওই রাস্তা।

আরও পড়ুন, কালী পুজোয় ঘর আলো করে ফিরল কোভিড জয়ীরা, সংক্রমণে কলকাতাকে পিছনে ফেলল উত্তর ২৪ পরগণা

 

মৃত ঘোষণা করে SSKM


এসএসকেমে ওই মহিলাকে পরে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। এক ঘন্টা পরে পুলিশ এসে মৃত মহিলার দেহ উদ্ধার করে। যদিও এখনও অবধি ওই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি।কালীপুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই নামে শোকের ছায়া। 

PREV
click me!

Recommended Stories

Today live News: শীতের শুরুতেই দূষণ যন্ত্রণায় জেরবার দিল্লি, রাজধানীর বাতাসে বিষে ক্রমশ কমছে দৃশ্যমানতা
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা