মহিলার ওপর দিয়ে চলে গেল মালগাড়ি, বরাত জোরে জীবন লাভ

Published : Nov 27, 2019, 08:09 PM ISTUpdated : Nov 27, 2019, 08:26 PM IST
মহিলার ওপর দিয়ে চলে গেল  মালগাড়ি, বরাত জোরে জীবন লাভ

সংক্ষিপ্ত

   মালগাড়ি ওপর দিয়ে চলে গেলেও অক্ষত রইলেন মহিলা  যা দেখে হতবাক হয়ে গেলেন উপস্থিত সবাই ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর স্টেশনে  

কথায় আছে রাখে হরি মারে কে। বাংলার এই প্রবাদ বাক্যের সাক্ষী থাকল নিউআলিপুর স্টেশন। মালগাড়ি ওপর দিয়ে চলে গেলেও অক্ষত রইলেন মহিলা। যা দেখে হতবাক হয়ে গেলেন উপস্থিত সবাই। 

ধনখড়-মুখ্যমন্ত্রী সংঘাতের জের, রাজ্যপালের পদ রাখা নিয়ে প্রশ্ন পার্থর

রেললাইনে ট্রেন না দেখেই হাঁটা দিয়েছিলেন ৫০ উর্ধ্ব এক মহিলা। হঠাৎ মালগাড়ি আসতে দেখেই লাইনেই শুয়ে পড়েন তিনি। উপস্থিত সবার মুখে তখন কেবল গেল গেল রব। কিন্তু মালগাড়ি বেরিয়ে যেতেই সোজা মহিলাকে উদ্ধারে ছুটে এলেন সবাই। অবাক হয়ে সবাই দেখলেন, গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি ওই মহিলার। প্রথমটা ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যান মহিলা। মালগাড়ি চলে গেলেও পড়ে থাকেন লাইনে। পরে স্থানীয়রা এসে ওই মহিলাকে উদ্ধার করেন।

অ্যাপোলোয় শিশু মৃত্যুর ঘটনায় এক ডাক্তারের শাস্তি খারিজ করল হাইকোর্ট

তবে প্রাণে বাঁচলেও ওই মহিলার নাম ঠিকানা জানতে পারেনি কেউ। বহু বার প্রশ্ন করা সত্ত্বেও নিজের নাম ঠিকানা বলতে পারেননি ওই বয়স্ক মহিলা। কেউ জিজ্ঞাসা করলে শুধু বলেছেন, ডাক্তার দেখাতে বাইরে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ইতিমধ্যেই মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথিমক চিকিৎসার পর খবর দেওয়া হয়েছে পুলিশের কাছে। মূলত, মহিলার নাম, পরিচয় জানতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 

PREV
click me!

Recommended Stories

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল
WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস